RBI on KYC Process: KYC আপডেট নিয়ে আর পোহাতে হবে না ঝক্কি, সহজ উপায় বাতলে দিল RBI

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jan 06, 2023 | 9:00 AM

RBI on KYC Process: RBI-র তরফে জানানো হয়েছে, KYC আপডেটের ক্ষেত্রে আর ঝক্কি পোহাতে হবে না। বাড়িতে বসে ভিডিয়ো কাস্টোমার আইডেন্টিফিকেশনের মাধ্যমে ,সহজেই হবে KYC আপডেট।

1 / 6
ব্যাঙ্ক সহ বিভিন্ন ক্ষেত্রে  KYC আপডেট করা যেন একটা বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে নাগরিকদের কাছে। এবার KYC আপডেটের এই জট থেকেই জনসাধারণকে মুক্তি দিল দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI)।  ৫ জানুয়ারি রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া ঘোষণা করেছে এবার থেকে বাড়িতে বসেই KYC (Know Your Customer) করতে পারবেন গ্রাহকরা। ভিডিয়ো ভিত্তিক গ্রাহকদের শনাক্তকরণ  প্রক্রিয়া বা শাখায় গিয়ে KYC করানো যেতে পারে।

ব্যাঙ্ক সহ বিভিন্ন ক্ষেত্রে KYC আপডেট করা যেন একটা বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে নাগরিকদের কাছে। এবার KYC আপডেটের এই জট থেকেই জনসাধারণকে মুক্তি দিল দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI)। ৫ জানুয়ারি রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া ঘোষণা করেছে এবার থেকে বাড়িতে বসেই KYC (Know Your Customer) করতে পারবেন গ্রাহকরা। ভিডিয়ো ভিত্তিক গ্রাহকদের শনাক্তকরণ প্রক্রিয়া বা শাখায় গিয়ে KYC করানো যেতে পারে।

2 / 6
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

3 / 6
কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, "ব্যাঙ্কগুলিকে বিভিন্ন নন-ফেস-টু-ফেস চ্যানেলের মাধ্যমে পৃথক গ্রাহকদের এই ধরনের স্ব-ঘোষণার সুবিধা প্রদান করার পরামর্শ দেওয়া হয়েছে।"

কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, "ব্যাঙ্কগুলিকে বিভিন্ন নন-ফেস-টু-ফেস চ্যানেলের মাধ্যমে পৃথক গ্রাহকদের এই ধরনের স্ব-ঘোষণার সুবিধা প্রদান করার পরামর্শ দেওয়া হয়েছে।"

4 / 6
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

5 / 6
RBI জানিয়েছে, ব্যাঙ্কের শাখায় না গিয়ে গ্রাহকরা রেজিস্টার্ড ইমেল আইডি, রেজিস্টার্ড মোবাইল নম্বর,  এটিএম, ডিজিটাল চ্যানেল (যেমন অনলাইন ব্যাঙ্কিং/ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল অ্য়াপ্লিকেশন), চিঠির মাধ্য়মে পুনরায় KYC করতে পারেন।

RBI জানিয়েছে, ব্যাঙ্কের শাখায় না গিয়ে গ্রাহকরা রেজিস্টার্ড ইমেল আইডি, রেজিস্টার্ড মোবাইল নম্বর, এটিএম, ডিজিটাল চ্যানেল (যেমন অনলাইন ব্যাঙ্কিং/ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল অ্য়াপ্লিকেশন), চিঠির মাধ্য়মে পুনরায় KYC করতে পারেন।

6 / 6
আর যদি ঠিকানায় সামান্য পরিবর্তন হয়ে থাকে তাহলে যেকোনও পদ্ধিতে নিজের আপডেট হওয়া ঠিকানা জমা দিতে পারেন। তারপর দু' মাসের মধ্যে ব্যাঙ্ক সেই ঘোষিত ঠিকানার যাচাই করবে।

আর যদি ঠিকানায় সামান্য পরিবর্তন হয়ে থাকে তাহলে যেকোনও পদ্ধিতে নিজের আপডেট হওয়া ঠিকানা জমা দিতে পারেন। তারপর দু' মাসের মধ্যে ব্যাঙ্ক সেই ঘোষিত ঠিকানার যাচাই করবে।

Next Photo Gallery