AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rupee vs Dollar: আমেরিকার ডলারকে হারাবে ভারতের টাকা, কী স্ট্র্যাটেজি নিচ্ছে নয়া দিল্লি?

Indian Rupee: ইতিমধ্যেই একাধিক দেশে চালু হয়েছে ভারতের নিজস্ব পেমেন্ট সিস্টেম ইউপিআই। এর মধ্যে যেমন রয়েছে উন্নয়নশীল দেশ, তেমনই রয়েছে ফ্রান্স, কাতার বা জাপানের মতো প্রথম বিশ্বের দেশও। ফলে, এই ক্ষেত্রে চিনের থেকে যেন কয়েক যোজন এগিয়ে রয়েছে আমাদের দেশ।

Rupee vs Dollar: আমেরিকার ডলারকে হারাবে ভারতের টাকা, কী স্ট্র্যাটেজি নিচ্ছে নয়া দিল্লি?
Image Credit: Getty Images
| Updated on: Oct 26, 2025 | 3:44 PM
Share

আন্তর্জাতিক মুদ্রা হিসাবে টাকার গ্রহণযোগ্যতা বাড়ানো ও ডলারের উপর নির্ভরতা কমানোর লক্ষ্য নিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। আর সেই কারণেই একাধিক পদ্ধতি নিয়েছে নয়া দিল্লি। যদিও চিনের নেওয়া পথের তুলনায় ভারতের পথ, অনেকটা আলাদা।

আসলে চিনের সম্পূর্ণ স্ট্র্যাটেজি নিয়ন্ত্রণ করে দেশের সরকার। ফলে, সরকারের হাতে রয়েছে বাণিজ্যের সম্পূর্ণ রাশ। এ ছাড়াও চিন বিভিন্ন দেশে প্রচুর জিনিস রফতানি করে। অন্য দিকে, ভারতের বাজার খোলা রয়েছে সকলের জন্য। আর সেই কারণেই নিজের স্বপ্ন পূরণ করতে ভারত ভরসা রাখছে নিজের বাজারের উপর।

ভারতের রিজার্ভ ব্যাঙ্ক সেই লক্ষ্যে একেবারে ধীরে সুস্থে এগোচ্ছে। জোর দেওয়া হচ্ছে ট্রেড সেটেলমেন্টে। রাশিয়া, মালয়েশিয়া বা সংযুক্ত আরব আমিরশাহির মতো দেশের সঙ্গে স্থানীয় মুদ্রায় বাণিজ্যে জোর দেওয়া হচ্ছে। বিভিন্ন দেশে খোলা হচ্ছে স্পেশাল রুপি ভস্ট্রো অ্যাকাউন্ট।

ইতিমধ্যেই একাধিক দেশে চালু হয়েছে ভারতের নিজস্ব পেমেন্ট সিস্টেম ইউপিআই। এর মধ্যে যেমন রয়েছে উন্নয়নশীল দেশ, তেমনই রয়েছে ফ্রান্স, কাতার বা জাপানের মতো প্রথম বিশ্বের দেশও। ফলে, এই ক্ষেত্রে চিনের থেকে যেন কয়েক যোজন এগিয়ে রয়েছে আমাদের দেশ। ভারতের গিফট সিটিকে তৈরি করা হচ্ছে একটি আন্তর্জাতিক হাব হিসাবে।

ভূ-রাজনীতিতেও চিনের থেকে আলাদা পথে চলছে ভারত। ‘ব্রিকস কারেন্সি’ (BRICS Currency) নিয়ে আগ্রহ কমিয়ে দিয়েছে নয়া দিল্লি। অন্যদিকে, তারা দ্বিপাক্ষিক চুক্তিতেই বেশি জোর দিচ্ছে।

তবে আসল চ্যালেঞ্জ ভারতের মার্কেট ডেপথ ও ভারতীয় মুদ্রাকে অন্য দেশের ব্যবহার করতে না পারা। আর অর্থনীতিবিদরা বলছেন, এই দুই ক্ষেত্রেই আমাদের দেশের তুলনায় চিন অনেকটাই এগিয়ে রয়েছে। তাই রিজার্ভ ব্যাঙ্কের এই উচ্চাকাঙ্খী স্বপ্ন পূরণের পথে বাধা কিন্তু অনেকই।