AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Safest City in World: প্রকাশিত হল পৃথিবীর নিরাপদতম শহরের তালিকা, রয়েছে কলকাতাও!

Kolkata: বিশ্বের সবচেয়ে সুরক্ষিত শহরের তালিকা তৈরি হয় সেই শহরের অপরাধের সংখ্যা মাথায় রেখে। আর এই তালিকায় গত ৯ বছরে ধরে ১ নম্বর স্থান ধরে রেখেছে এশিয়ার এক শহর।

Safest City in World: প্রকাশিত হল পৃথিবীর নিরাপদতম শহরের তালিকা, রয়েছে কলকাতাও!
Image Credit: Getty Images
| Updated on: Jul 27, 2025 | 3:41 PM
Share

পৃথিবীর কোন শহর সবচেয়ে নিরাপদ? লন্ডন, প্যারিস, নিউ ইয়র্ক নাকি ওয়াশিংটন? না এর মধ্যে কোনও শহরই পৃথিবির সবচেয়ে নিরাপদ শহর নয়। সদ্য পৃথিবীর নিরাপদতম শহরের তালিকা প্রকাশ করেছে নাম্বিও ডেটাবেস। কয়েকদিন আগেই এরা নিরাপদতম দেশের তালিকাও প্রকাশ করেছিল।

বিশ্বের সবচেয়ে সুরক্ষিত শহরের তালিকা তৈরি হয় সেই শহরের অপরাধের সংখ্যা মাথায় রেখে। আর এই তালিকায় গত ৯ বছরে ধরে ১ নম্বর স্থান ধরে রেখেছে এশিয়ার এক শহর। তা হল সংযুক্ত আরব আমিরশাহির রাজধানী আবু ধাবি। এখানের সুরক্ষিত জীবন, স্থিতিশীলতা ও উন্নত জীবনযাত্রার কারণে এই শহর প্রথম স্থান দখলও করেছে।

আবুধাবির পর দ্বিতীয় স্থানে রয়েছে কাতারের দোহা। তারপর রয়েছে সংযুক্ত আরব আমিরশাহির দুবাই ও শারজা। তারপর পঞ্চম স্থানে রয়েছে তাইওয়ানের শহর তাইপে। ষষ্ঠে রয়েছে বাহরিনের মানামা। সপ্তমে ওমানের মাস্কাট। অষ্টমে নেদারল্যান্ডসের দ্য হেগ। অর্থাৎ পৃথিবীর প্রথম ৭টি নিরাপদ শহরের অবস্থান এশিয়াতেই।

এই তালিকায় কোথায় রয়েছে কলকাতা? তথ্য বলছে এই তালিকায় ১৬৬ নম্বরে রয়েছে কলকাতা। তার আগে ৭৭ নম্বরে রয়েছে আমেদাবাদ। ৯৬ নম্বরে রয়েছে জয়পুর।