Salary Hike: দেশের সব বেসরকারি সংস্থার কর্মীদের জন্য সুখবর, এবছর কত বেতন বাড়বে জানেন

Mar 07, 2024 | 7:26 AM

Salary Hike: বিভিন্ন সেক্টরের ৮০টি সংস্থা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। এসব কোম্পানিতে গড়ে কর্মচারীর সংখ্যা ৫,০০০ থেকে ১০,০০০ এর মধ্যে। ইওয়াই ইন্ডিয়ার তরফে দাবি করা হয়েছে, ভারতীয় কোম্পানিগুলিতে সামগ্রিক গড় বেতন তবে, তবে কিছু সেক্টর যেমন ইকমার্স, আর্থিক পরিষেবা খাতে এবার উল্লেখযোগ্য বেতন বৃদ্ধি হতে পারে।

Salary Hike: দেশের সব বেসরকারি সংস্থার কর্মীদের জন্য সুখবর, এবছর কত বেতন বাড়বে জানেন
প্রতীকী ছবি
Image Credit source: Pixabay

Follow Us

নয়া দিল্লি: সারা বছর উদায়স্ত পরিশ্রম করার পর সব সেক্টরের কর্মীরাই তাকিয়ে থাকেন বেতন বৃদ্ধির দিকে। আর মূল্যবৃদ্ধি যেভাবে কোপ বসাচ্ছে তাতে বেতন না বাড়লে সমস্যায় পড়তে হতে পারে। অনেকেই প্রশ্ন তুলছেন, এবছর কি দেশের বেসরকারি সংস্থাগুলো আদৌ বেতন বাড়াবে? বাড়লেও সেটা কত?

একটি সমীক্ষা বলছে দেশের কোম্পানিগুলি ২০২৪-এ কর্মীদের বেতন গড়ে ৯.৬ শতাংশ বৃদ্ধি করতে পারে, যা গত বছরের বেতন বৃদ্ধির প্রায় সমান। উপদেষ্টা সংস্থা ইওয়াই-এর এক প্রতিবেদনে এই রিপোর্টের কথা জানানো হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে সামগ্রিকভাবে চাকরি ছাঁটাইয়ের প্রবণতা গত বছরের ২১.২ শতাংশ থেকে নেমে ১৮.৩ শতাংশ হয়েছে। আগামী কয়েক বছরে তা আরও কমার সম্ভাবনা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে ২০২৪ সালে ই-কমার্স সেক্টরে সর্বোচ্চ ১০.৯ শতাংশ বেতন বৃদ্ধির আশা করা হচ্ছে। এর পরে আর্থিক পরিষেবার ক্ষেত্রে কর্মীদের বেতন বাড়তে পারে ১০.১ শতাংশ।

বিভিন্ন সেক্টরের ৮০টি সংস্থা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। এসব কোম্পানিতে গড়ে কর্মচারীর সংখ্যা ৫,০০০ থেকে ১০,০০০ এর মধ্যে।

ইওয়াই ইন্ডিয়ার তরফে দাবি করা হয়েছে, ভারতীয় কোম্পানিগুলিতে সামগ্রিক গড় বেতন তবে, তবে কিছু সেক্টর যেমন ইকমার্স, আর্থিক পরিষেবা খাতে এবার উল্লেখযোগ্য বেতন বৃদ্ধি হতে পারে।

Next Article