EPFO balance check: আপনার কোম্পানি ঠিক মতো PF দিচ্ছে তো? কীভাবে জানবেন?

Mar 07, 2024 | 7:55 AM

EPFO balance check: আপনি EPFO ​​ওয়েবসাইট (epfindia.gov.in) এর মাধ্যমে অনলাইনে আপনার পিএফ ব্যালান্স চেক করতে পারেন। এর জন্য, আপনার UAN নম্বর, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিতে হবে। এরপর ই-পাসবুকে ক্লিক করুন।

EPFO balance check: আপনার কোম্পানি ঠিক মতো PF দিচ্ছে তো? কীভাবে জানবেন?
ফাইল চিত্র
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: কর্মীদের বেতন থেকে কাটার পাশাপাশি সংস্থার তরফেও পিএফ অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া হয়। টাকা জমা দেওয়ার দায়িত্ব কোম্পানির। কিন্তু, অনেক সময় এমন অভিযোগ ওঠে যে সংস্থা তার ভাগের টাকাটা কর্মীদের অ্যাকাউন্টে জমা করে না। অর্থাৎ, যে সব কর্মীদের পিএফ কেটে নেওয়া হচ্ছে তাদের জানা উচিত তাদের সংস্থা পিএফ অ্যাকাউন্টে অর্থ জমা করছে কি না।

যে কোম্পানিতে ২০ বা তার বেশি কর্মী কাজ করেন তাদের ক্ষেত্রে EPFO-তে টাকা জমা করা আবশ্যক। কর্মচারীর মূল বেতনের ১২ শতাংশ ওই অ্যাকাউন্টে জমা দেওয়া হয় আর সমপরিমাণ টাকা কোম্পানি জমা করে। গ্রাহকরা ঘরে বসেই তাদের পিএফ ব্যালেন্স চেক করতে পারেন।

অনলাইনে পিএফ ব্যালেন্স চেক করুন

আপনি EPFO ​​ওয়েবসাইট (epfindia.gov.in) এর মাধ্যমে অনলাইনে আপনার পিএফ ব্যালান্স চেক করতে পারেন। এর জন্য, আপনার UAN নম্বর, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিতে হবে। এরপর ই-পাসবুকে ক্লিক করুন। একটি নতুন পেজ খুলে যাবে। সেখানে মেম্বার আইডি খুলুন। এরপরে আপনি আপনার পিএফ ব্যালান্স চেক করতে সক্ষম হবেন।

আপনার মোবাইলে ডাউনলোড করুন উমং অ্যাপ। অ্যাপে EPFO-তে ক্লিক করুন। এতে Employee Centric Services এ ক্লিক করুন। এর পরে, ভিউ পাসবুকে ক্লিক করুন এবং আপনার UAN ও পাসওয়ার্ দিন। মোবাইল নম্বরে প্রাপ্ত ওটিপি দিলেই পিএফ ব্যালান্স চেক করতে পারেন।

মিসড কলের মাধ্যমেও ব্যালান্স চেক করতে পারেন। মোবাইল নম্বরটি হল 011-22901406। মিসড কল দেওয়ার পর এসএমএসের মাধ্যমে অ্যাকাউন্টের তথ্য পেয়ে যাবেন। এভাবে ব্যালান্স চেক করলেই নিশ্চিত হয়ে যাবেন আপনার সংস্থা ঠিকমতো টাকা দিচ্ছে কি না।

Next Article