Gold Price Today: একদিনে ৪৩০০ টাকা বৃদ্ধি! পাগলা ঘোড়ার মতো রেকর্ড ভেঙে চড়ছে সোনার দাম, কেন এই হাল?

ঈপ্সা চ্যাটার্জী |

Mar 07, 2024 | 11:09 AM

Gold Price Hike: বিয়ে মানেই তো সোনার গহনা। ছেলের বাড়িই হোক বা মেয়ের বাড়ি, বিয়েতে আশীর্বাদে সোনার গহনা দেওয়া বাধ্যতামূলক। তবে বিয়ের মরশুমেই খারাপ খবর। এক ঝটকায় অনেকটা বেড়ে গেল সোনার দাম।

Gold Price Today: একদিনে ৪৩০০ টাকা বৃদ্ধি! পাগলা ঘোড়ার মতো রেকর্ড ভেঙে চড়ছে সোনার দাম, কেন এই হাল?
ফাইল চিত্র
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: বিয়ের মরশুম চলছে। আর বিয়ে মানেই তো সোনার গহনা। ছেলের বাড়িই হোক বা মেয়ের বাড়ি, বিয়েতে আশীর্বাদে সোনার গহনা দেওয়া বাধ্যতামূলক। তবে বিয়ের মরশুমেই খারাপ খবর। এক ঝটকায় অনেকটা বেড়ে গেল সোনার দাম। বিগত কয়েক মাসে একধাক্কায় এত সোনার দাম আগে কখনও বাড়েনি। বর্তমানে ২৪ ক্যারেটের সোনার দাম জিএসটি সহ কলকাতায় ৬৮ হাজার ছুঁইছুঁই। সোনার দোকান থেকে যে সোনা কিনি, সেই ২২ ক্যারেটের হলমার্ক সোনাও ৬০ হাজার টাকা পেরিয়ে গেল। আজ যদি সোনা-রুপো কেনার পরিকল্পনা থাকে, তবে দর কত রয়েছে, তা জেনে নিন-

২২ ক্যারেটের সোনার দাম-

আজ, ৭ মার্চ ২২ ক্যারেটের সোনার দাম অনেকটাই বেড়েছে। ২২ ক্য়ারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬০ হাজার ১০০ টাকা। গতকালের তুলনায় ৪০০ টাকা দাম বেড়েছে।

২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ১ হাজার টাকা। একদিনেই সোনার দাম বেড়েছে ৪০০০ টাকা।

২৪ ক্যারেটের সোনার দাম-

২২ ক্যারেটের মতো ২৪ ক্যারেটের সোনার দামও আজ বেড়েছে। ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৫ হাজার ৫৬০ টাকা। গতকালের তুলনায় ৪৩০ টাকা দাম বেড়েছে।

২৪ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৬ লক্ষ ৫৫ হাজার ৬০০ টাকা। একদিনেই ৪৩০০ টাকা দাম বেড়েছে।

১৮ ক্যারেটের সোনার দাম-

আজ ১৮ ক্যারেটের সোনার দামও বেড়েছে। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৪৯ হাজার ১৭০ টাকা। একদিনে ৩৩০ টাকা দাম বেড়েছে।

১৮ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৪ লক্ষ ৯১ হাজার ৭০০ টাকা। ৩৩০০ টাকা দাম বেড়েছে  একদিনেই।

রুপোর দাম-

সোনার দাম অনেকটা বাড়লেও, রুপোর দাম সামান্য কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৭৪৪০ টাকা। একদিনে ১০ টাকা দাম কমেছে। ১ কেজি রুপোর দাম আজ রয়েছে ৭৪ হাজার ৪০০ টাকা।  একদিনে রুপোর দাম কমেছে ১০০ টাকা।

 কেন হঠাত্‍ করে এতটা বেড়ে চলেছে সোনার দাম?

যখনই সোনার দাম বাড়ে, তখন ঘুরেফিরে এই প্রশ্নটা সামনে আসে। সোনার দাম বাড়ার পিছনে কোনও না কোনও বিশেষ কারণ কাজ করে। এবার কেন সোনার দাম ৬৪ হাজার টাকা ছাড়িয়ে গেল? কারণ খুঁজতে গিয়ে জানা গেল, গত জানুয়ারিতে মার্কিন ফেডারেল ব্যাঙ্ক ইঙ্গিত দিয়েছিল, মার্চের ১২ তারিখ ত্রৈমাসিক বৈঠকে সুদ ছাঁটাইয়ের কথা ভেবে দেখা হবে। তাই মার্চের শুরু থেকেই সোনার দাম বাড়তে পারে, এমন একটা আশঙ্কা ছিলই। কিন্তু মঙ্গলবারই একটি অনুষ্ঠানে মার্কিন ফেডেরাল ব্যাঙ্ক চেয়ারম্যান জেরোম পাওয়েল জানান, সুদের হার বাড়ানোর কোনও খবর নেই। এবারও সম্ভবত সুদের হার অপরিবর্তিত থাকারই সম্ভাবনা। এরপর তো বিশ্ববাজারে সোনার দাম কমে যাওয়ার কথা ছিল। সেটা তো হলই না, উল্টে সব ধরণের সোনার দামই আরও বেড়ে গেল।

এর আসল কারণ হল লগ্নিকারীরা ঝুঁকি নিতে চাইছেন না। রুশ-ইউক্রেন যুদ্ধ, গাজা-হামাসের যুদ্ধ এখনই থামছে না। তাই বিশেষ ঝুঁকি নিতে চাইছেন না বিনিয়োগকারী। অ্যাসেট বা সম্পদ হিসাবে সোনায় লগ্নি করছেন বিনিয়োগকারীরা। যেহেতু ডলারে সোনায় বিনিয়োগ করা হচ্ছে, তাই ভারতীয় বাজারে সোনার দাম বাড়ছে।

অল ইন্ডিয়া জেমস অ্যান্ড জুয়েলারি ফেডারেশনের প্রাক্তন চেয়ারম্যানও জানিয়েছেন, সোনার এমনি সোনার বদলে বাজারে পেপার গোল্ডের চাহিদা বাড়ছে। গত মাসেই ৮ হাজার কোটি টাকার পেপার গোল্ড কেনা হয়েছে। আসলে সোনার বাজার সংকুচিত হচ্ছে। সেই কারণেই সোনার দাম উত্তরোত্তর বাড়ছে।

Next Article