নয়া দিল্লি: দেশবাসীকে বিনামূল্যে বিদ্যুৎ দিতে বিশেষ প্রকল্প নিয়ে এসেছে নরেন্দ্র মোদী সরকার। মূলত, ঘরে-ঘরে সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি করার প্রকল্প মোদী সরকার নিয়েছে, যার নাম ‘পিএম সূর্য ঘর’। এই প্রকল্পের অধীনে দেশের এক কোটি পরিবারের বাড়িতে সোলার প্যানেল বসিয়ে দেবে সরকার। এর জন্য কোনও টাকা দিতে হবে না। তবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য সরকারের কাছে আবেদন করতে হবে। তার ভিত্তিতেই সরকার ১ কোটি পরিবারের বাড়িতে সোলার প্যানেল বসাবে। এই প্রকল্পের অধীনে বিনামূল্যে বিদ্যুৎ পাওয়ায় পাশাপাশি উপার্জনেরও সুযোগ মিলবে।
বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্পের সুবিধা পেতে দেশবাসীর কাছে আবেদনপত্র চেয়েছে কেন্দ্রীয় সরকার। মূলত, ডাক বিভাগের মাধ্যমে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে। ২৯ ফেব্রুয়ারি, ২০২৪-এর পিআইবি-র প্রেস রিলিজ অনুসারে, পোস্টম্যানরা পরিবারকে ‘পিএম সূর্য ঘর’ প্রকল্পের রেজিস্ট্রেশনে সহায়তা করবে। আরও তথ্যের জন্য নিকটস্থ পোস্ট অফিসে গিয়ে খোঁজ করুন অথবা সরকারের অফিসিয়াল ওয়েবসাইট https://pmsuryagarh.gov.in/ দেখুন। এই স্কিমের জন্য কারা আবেদন করতে পারবেন তা জেনে দিন।
প্রধানমন্ত্রী সূর্য ঘর বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প কি?
যে সব বাড়িতে সৌর শক্তির সিস্টেম বসবে তাদের ছাদে বিনামূল্যে সোলার প্যানেল বসানো ও বিদ্যুৎ দেওয়ার জন্য এই প্রকল্পটি করা হয়েছে৷ এই প্রকল্পের অধীনে প্রতিটি পরিবার প্রতি মাসে ৩০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ পাবে।
ভর্তুকির পরিমাণ কত?
সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, বর্তমান বেঞ্চমার্ক মূল্যে অর্থাৎ ১ কিলোওয়াট সিস্টেমের জন্য ৩০,০০০ টাকা, ২ কিলোওয়াট সিস্টেমের জন্য ৬০,০০০ টাকা এবং ৩ কিলোওয়াট বা তার বেশি সিস্টেমের জন্য ৭৮,০০০ টাকা ভর্তুকি মিলবে।
সস্তায় ঋণ পাবেন
পরিবারগুলি ৩ কিলোওয়াট পর্যন্ত আবাসিক RTS সিস্টেম ইনস্টল করার জন্য বর্তমানে প্রায় ৭ শতাংশে জামানত-মুক্ত স্বল্প-সুদে ঋণ পাবেন।
‘পিএম সূর্য ঘর’ প্রকল্পের জন্য কীভাবে আবেদন করবেন?
১) প্রথমে pmsuryaghar.gov.in পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য, নিজের রাজ্য এবং বিদ্যুৎ বিতরণ সংস্থা নির্বাচন করুন, আপনার বিদ্যুৎ গ্রাহক নম্বর, মোবাইল নম্বর এবং ইমেল লিখুন।
১) ভোক্তা নম্বর এবং মোবাইল নম্বর দিয়ে লগ-ইন করুন, ফর্ম অনুযায়ী ছাদে সোলার প্যানেলের জন্য আবেদন করুন।
২) সরকারের অনুমোদন পেয়ে গেলে সরকারের রেজিস্ট্রিকৃত দোকান থেকে সোলার প্ল্যান্ট ছাদে ইনস্টল করুন।
৩) সোলার প্ল্যান্ট ইনস্টলেশন সম্পূর্ণ হলে, আপনার বিস্তারিত বিবরণ জমা দিন এবং নেট মিটারের জন্য আবেদন করুন।
৪) নেট মিটার ইনস্টল করার পর সরকারের প্রতিনিধিরা পরিদর্শন করে যাবেন এবং তারপর পোর্টাল থেকে একটি কমিশনিং শংসাপত্র তৈরি করা হবে।
৫) কমিশনিং রিপোর্ট পেলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ বিবরণ দিন এবং একটি বাতিল চেক পোর্টালে জমা দিন। আপনি ৩০ দিনের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার ভর্তুকি পাবেন।