সম্প্রতি রেপো রেট বৃদ্ধি করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। এই মাসে ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট বৃদ্ধি করেছে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক। ২০২২-২৩ অর্থবর্ষে তিনবার রেপো রেট বৃদ্ধি করেছে আরবিআই। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করার জন্য়ই কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে এই ঘোষণা করা হয়েছে। আর আরবিআই রেপো রেট বৃদ্ধির সঙ্গে সঙ্গে সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলি ঋণের ক্ষেত্রে সুদের হার বাড়িয়েছে। স্থায়ী আমানতের ক্ষেত্রেও বাড়িয়েছে সুদের হার।
অগস্টে রিজার্ভ ব্যাঙ্ক ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়ানোর পর স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজ়িটে সুদের হার বাড়াল দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। ২ কোটি টাকার নীচের আমানতের ক্ষেত্রে সুদের হার বাড়িয়েছে এই ব্যাঙ্ক। গত সপ্তাহ থেকেই এই নয়া সুদের হার কার্যকর হয়েছে। ১৩ অগস্ট থেকে এই নয়া সুদের হার কার্যকর হয়েছে।
এসবিআই-র নয়া সুদের হার :
৭ দিন থেকে ৪৫ দিন : সাধারণ জনগণের জন্য : ২.৯০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য : ৩.৪০ শতাংশ
৪৬ দিন থেকে ১৭৯ দিন : সাধারণ জনগণের জন্য : ৩.৯০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য : ৪.৪০ শতাংশ
১৮০ দিন থেকে ২১০ দিন : সাধারণ জনগণের জন্য : ৪.৫৫ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য : ৫.০৫ শতাংশ
২১১ দিন থেকে ১ বছরের কম : সাধারণ জনগণের জন্য : ৪.৬০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য : ৫.১০ শতাংশ
১ বছর থেকে ২ বছরের কম : সাধারণ জনগণের জন্য : ৫.৪৫ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য : ৫.৯৫ শতাংশ
২ বছর থেকে ৩ বছরের কম : সাধারণ জনগণের জন্য : ৫.৫০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য : ৬ শতাংশ
৩ বছর থেকে ৫ বছরের কম : সাধারণ জনগণের জন্য : ৫.৬০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য : ৬.১০ শতাংশ
৫ বছর থেকে ১০ বছর : সাধারণ জনগণের জন্য : ৫.৬৫ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য : ৬.১৫ শতাংশ