নয়া দিল্লি: আরও খরচ বাড়তে চলেছে গৃহস্থের। এক ধাক্কায় বেশ অনেকটাই বাড়বে ইএমআই-র খরচ। শুক্রবার থেকে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া তাদের ঋণের তহবিল সংগ্রহের খরচের ভিত্তিতে সুদ ১০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছে। আগামী এক বছরের জন্য এমসিএলআর-র হার ৭.৪০ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৫০ শতাংশ করা হয়েছে। ছয় মাসের সময়সীমার ক্ষেত্রে ঋণের হার ৭.৩৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৪৫ শতাংশ করা হবে। দুই বছরের জন্য ঋণের হার ৭.৬০ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৭০ শতাংশ করা হবে। অন্যদিকে, তিন বছরের মেয়াদে ঋণের হার ৭.৭০ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৮০ শতাংশ করা হবে বলেই জানিয়েছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া।
এমসিএলআর হল ন্যূনতম ঋণের হার, যে সীমার নীচে ব্যাঙ্ক কাউকে ঋণ দিতে পারে না। প্রত্য়েক মাসেই সমস্ত ব্যাঙ্ক তাদের এমসিএলআর হার পুনর্বিবেচনা করে এবং বাজারের পরিস্থিতির উপরে নির্ভর করে সেই ঋণের হার পরিবর্তন করে। এই ঋণের হার মেয়াদের উপরে ভিত্তি করে ভিন্ন হয়। যেমন এক মাসের মেয়াদী ঋণের ক্ষেত্রে ঋণের হার কম হয়, তেমনই আবার এক বছর বা তার বেশি সময়ের ক্ষেত্রে সময়সীমার উপরে নির্ভর করে ঋণের হারও বাড়তে থাকে। ফান্ডের মার্জিনাল খরচ, ক্যাশ রিসার্ভ অনুপাত, প্রিমিয়ামের মেয়াদ সহ একাধিক ক্ষেত্রের উপরে নির্ভর করে ঋণের হার কম-বেশি নয়।
যদি এমসিএলআর-র হার বৃদ্ধি করা হয়, তবে তার সরাসরি প্রভাব পড়ে বাড়ি, গাড়ি বা ব্যক্তিগত ঋণের উপরে পড়ে। এক্ষেত্রে ঋণগ্রহীতার মাসিক কিস্তি বা ইএমআই বৃদ্ধি পায়।
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে যে গৃহ ঋণ দেওয়া হয়, তাতে সুদের হার সাধারণ ৭.০৫ শতাংশ থেকে ৭.৫৫ শতাংশ থাকে। এবার ঋণগ্রহীতার ক্রেডিট স্কোরের উপরে নির্ভর করে রিসিক প্রিমিয়াম যোগ করা হয়। অর্থাৎ ঋণগ্রহীতার ক্রে়ডিট স্কোর যদি ৮০০ পয়েন্টের বেশি হয়, তবে তাদের সাধারণ গৃহ ঋণের ক্ষেত্রে ৭.৫৫ শতাংশ হারে সুদ দিতে হবে। এছাড়া অটো লোনে সুদের হার ৭.৪৫ শতাংশ থেকে ৮.১৫ শতাংশের মধ্য়ে থাকে।