নয়া দিল্লি: আর্থিক স্বাধীনতা অর্জনের জন্য হিসাবি হওয়া অত্যন্ত জরুরি। এর জন্য অল্প বয়স থেকেই সঞ্চয়ের পাঠ দেওয়া উচিত নিজেদের সন্তানকে। কিন্তু সেই পাঠ দেবেন কী করে? এক্ষেত্রে সবথেকে ভাল অপশন হল ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা। কিন্তু ১৮ বছরের কম বয়সীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সুযোগ দেয় না কোনও ব্যাঙ্কই। তবে আপনি চাইলেই চিলড্রেন্স অ্যাকাউন্ট খুলতে পারেন, যেখানে নমিনি হিসাবে থাকবে আপনার সন্তানের নাম। ১৮ বছর বয়স হয়ে গেলেই তাদের নামে ট্রান্সফার করে নেওয়া যায় অ্যাকাউন্টটি। যদি আপনিও নিজের সন্তানের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চান, তবে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া দিচ্ছে দারুণ সুযোগ।
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ১৮ বছরের কমবয়সীদের জন্য দুই ধরনের অ্যাকাউন্ট খোলার সুযোগ দেওয়া হয়েছে। একটি হল- পেহলা কদম ও অপরটি হল পেহলি উড়ান। এই দুই স্কিমেই অপ্রাপ্তবয়স্কদের জন্য অ্যাকাউন্ট খোলা যায়। আর অ্যাকাউন্ট খোলার জন্য আপনার ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন নেই। এসবিআইয়ের অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা ইয়োনো (SBI YONO) থেকেই আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই অ্যাকাউন্ট খোলার জন্য ন্যূনতম ব্যালেন্স রাখারও প্রয়োজন নেই। মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও এই অ্যাকাউন্ট পরিচালনা করা যায়।
পেহলা কদম ও পেহলা উড়ান- উভয় ব্যাঙ্ক অ্যাক্যাউন্টের ক্ষেত্রেই ডেবিট কার্ড দেওয়া হয়। অপ্রাপ্তবয়স্কদের জন্য অ্যাকাউন্ট হওয়ায় টাকা তোলার পরিমাণ সীমীত রাখা হয়েছে। একবারে সর্বাধিক ৫ হাজার টাকা তোলা যায়। অনলাইন ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে সর্বাধিক ২ হাজার টাকা অবধি লেনদেন রকা যাবে। এছাড়া একটি চেক বইও দেওয়া হবে, তাতে ১০ টি চেক থাকবে। তবে চেকবইটি অভিভাবকের নামেই ইস্যু করা হবে।