Share Market Updates: ‘আশা ছিল…আজ আশা নেই’, শেয়ার বাজার যেন এক টুকরো ‘আনন্দ আশ্রম’

Feb 03, 2024 | 12:23 PM

Share Market Updates: দিনের শেষে সবথেকে ভাল লাভ দিয়েছে Bharat Petroleum Corporation. বেড়েছে ৪৯ টাকারও বেশি। এই সংস্থার এক একটি স্টকের নতুন দাম দাঁড়িয়েছে ৫৫৮ টাকা।

Share Market Updates: ‘আশা ছিল...আজ আশা নেই’, শেয়ার বাজার যেন এক টুকরো ‘আনন্দ আশ্রম’
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: টানাপোড়েন চলছেই। অন্তর্বর্তী বাজেট ঘোষণার আগে থেকেই বেশ কিছু বড়সড়় সরকারি সংস্থার স্টকে লম্বা লাফ দেখা গিয়েছিল। কিন্তু, বাজেট পেশের পর বৃহস্পতিবার দুপুর থেকে ধীরে ধীরে মিলেয়ে গিয়েছে ছবিটা। বাজেটে খুব একটা আশার আলো দেখছে না বিরোধীরা। যদিও বাজার বিশেষজ্ঞদের একাংশের মতে, যেহেতু অন্তর্বর্তী বাজেট তাই সরকারের পক্ষে বড় কোনও প্রকল্পের ঘোষণা করা সম্ভব নয়। তবে কয়েকদিন পরেই লোকসভা নির্বাচন। তারপর সামনে আসবে পূর্ণাঙ্গ বাজেট। তাই কোন খাতে বিনিয়োগে লাভজনক হবে তা বুঝতে এখন খানিকটা দোলাচলে বিনিয়োগকারীরা। সে কারণেই টালমাটাল অবস্থা শেয়ার বাজারের। বাজেটের দিনে বিকালে বড়সড় ধস দেখা গিয়েছিল দালাল স্ট্রিটে। একদিন পরে তা খানিকটা ঘুরে দাঁড়ালেও তা বিশাল কিছু আশাব্যঞ্জক নয় বলেই মনে করা হচ্ছে।

শুক্রবার বাজার বন্ধের পর দেখা যায় নিফটি ফিফটি ১৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৮৫৩ পয়েন্ট। কিছুটা বেড়েছে সেনসেক্সও। ৪৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭২ হাজার ৮৫ পয়েন্ট। অন্যদিকে নিফটি ১০০ দাঁড়িয়ে আছে ২২ হাজার ১৯৯ পয়েন্টে। এদিন বেড়েছে ১৫৯ পয়েন্ট। ওয়াকিবহাল মহলের ধারণা, সামগ্রিকভাবে মার্কেটে স্থিতাবস্থা আসতে আরও বেশ কয়েকটা দিন সময় লেগে যেতে পারে। 

দিনের শেষে সবথেকে ভাল লাভ দিয়েছে Bharat Petroleum Corporation. বেড়েছে ৪৯ টাকারও বেশি। এই সংস্থার এক একটি স্টকের নতুন দাম দাঁড়িয়েছে ৫৫৮ টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন। এদিন বেড়েছে ১৩ টাকা। নতুন দাম ১৬২ টাকা। তৃতীয় স্থানে স্টিল অথরিটি অব ইন্ডিয়া। বেড়েছে ৯ টাকার বেশি। নতুন দাম ১২৮ টাকার আশপাশে। ভাল ফল দিয়েছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কও। বেড়েছে প্রায় সাড়ে ৬ টাকা। নতুন দাম ১২৫.৪০ টাকা। বেড়েছে জিন্দাল, এনএমডিসি, পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়ার শেয়ার দরও। কিন্তু, আশাতীতভাবে মুখ থুবড়ে পড়েছে একাধিক নামজাদা সংস্থা। বাজেটের দিনে বড় লাভ দিয়েও এদিন মুখ থুবড়ে পড়েছে শ্রী সিমেন্ট। একদিনেই ১ হাজার ১৫৯ টাকা কমেছে একটি একটি স্টকের দর। ঘা খেয়েছে Eicher Motors. একদিনেই ১০৭ টাকারও বেশি কমে গিয়েছে দাম।  

Next Article