Share Market Rising: শেয়ার বাজারে ঝড় উঠেছে, হু হু করে বাড়ছে চার স্টকের দাম

Apr 09, 2024 | 12:15 PM

Share Market: শেয়ার বাজারের ঊর্ধ্বগতি শুনে সকলের ভাল লাগে ঠিকই। তবে বাজারে পতনেরও প্রয়োজনীয়তা আছে। কারণ, বাজার পতন না হলে নতুন করে বিনিয়োগের সুযোগ থাকে না। গত বছর স্মল ক্যাপ বা ছোট শেয়ার এবং মিড ক্যাপ বা মাঝারি দামের শেয়ারগুলি অত্যন্ত দ্রুত বেড়েছিল।

Share Market Rising: শেয়ার বাজারে ঝড় উঠেছে, হু হু করে বাড়ছে চার স্টকের দাম
প্রতীকী ছবি। গ্রাফিক্স- এআই

Follow Us

কলকাতা: বুলের দাপটে নতুন মাইলস্টোন ছুঁল শেয়ার বাজার। সেনসেক্স পার করল ৭৫ হাজার। সূচক বাড়ল ৩৮১ পয়েন্টে। নিফটি সূচক পার করল ২২ হাজার ৭০০। শেয়ারবাজারে চাঙ্গা হল টাটা মোটর্স, ইনফোসিস, টিসিএস, উইপ্রো।

শেয়ার বাজারের উত্থান গত কয়েক দিন ধরে অব্যাহত। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, ভোটের মরসুমে বাজার আপাতত চাঙ্গাই থাকবে। এই বুল রান চলবে বলেই মত তাদের। তবে একইসঙ্গে যেহেতু শেয়ার বাজার, তাই পতনের সম্ভাবনা একেবারে উড়িয়ে দিলেও হবে না বলেই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

তাঁরা বলছেন, শেয়ার বাজারের ঊর্ধ্বগতি শুনে সকলের ভাল লাগে ঠিকই। তবে বাজারে পতনেরও প্রয়োজনীয়তা আছে। কারণ, বাজার পতন না হলে নতুন করে বিনিয়োগের সুযোগ থাকে না। গত বছর স্মল ক্যাপ বা ছোট শেয়ার এবং মিড ক্যাপ বা মাঝারি দামের শেয়ারগুলি অত্যন্ত দ্রুত বেড়েছিল।

তবে গত কয়েকদিন ধরে যে শেয়ার বাজার বাড়ছে তাতে ব্লু চিপ বা লার্জ ক্যাপ শেয়ারগুলিও হু হু করে বাড়ছে। বিশেষ করে তথ্যপ্রযুক্তি সংস্থার শেয়ার ও অটোমোবাইল সংস্থার শেয়ার অত্যন্ত দ্রুত বাড়ছে। ৭৫ হাজার পার করল। এবার দেখার সপ্তাহের শেষে এটা কততে দাঁড়ায়। যারা প্রচুর লাভ ঘরে তুলল, তারা শেয়ার বিক্রি করে সেই টাকা পকেটে ভরতে পারেন কিংবা বিনিয়োগ চালিয়ে যেতে পারেন। দ্বিতীয়টা হলে শেয়ার বাজার আরও বাড়বে।

Next Article