SIP-তে ভয় পাচ্ছেন? ঘোলাটে ধারণা? সব স্পষ্ট হয়ে যাবে এবার

SIP or Recurring Deposit: ব্যাঙ্কে রেকারিং খাতা খুলবেন? নাকি এসআইপি-তে (সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান) টাকা ঢালবেন? এই নিয়ে অনেকেই দ্বিধার মধ্যে থাকেন। কোথায় টাকা রাখলে, বেশি সুবিধা বা বেশি ভাল রিটার্ন মিলবে, তা অনেকের কাছেই স্পষ্ট নয়।

SIP-তে ভয় পাচ্ছেন? ঘোলাটে ধারণা? সব স্পষ্ট হয়ে যাবে এবার
প্রতীকী ছবিImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Dec 16, 2023 | 7:00 AM

নয়া দিল্লি: কষ্ট করে রোজগার করা টাকা কোথায় জমাবেন? কোথায় টাকা রাখলে বেশি ভাল রিটার্ন পাবেন? এসব নিয়ে নিশ্চয়ই আপনিও ভাবেন। যাঁরা ভবিষ্যতের সঞ্চয় নিয়ে চিন্তাভাবনা করেন, তাঁরা সবসময় নিজেদের আয়ের একটি অংশ প্রতি মাসে আলাদা করে সরিয়ে রাখেন ভবিষ্যতের জন্য। সেক্ষেত্রে ব্যাঙ্কে রেকারিং খাতা খুলবেন? নাকি এসআইপি-তে (সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান) টাকা ঢালবেন? এই নিয়ে অনেকেই দ্বিধার মধ্যে থাকেন। কোথায় টাকা রাখলে, বেশি সুবিধা বা বেশি ভাল রিটার্ন মিলবে, তা অনেকের কাছেই স্পষ্ট নয়। দু’টির মধ্যে ফারাক বুঝতে পারতে পারলেই গোটা বিষয়টি আপনার কাছে অনেকটা স্পষ্ট হয়ে যাবে।

প্রথমেই আসা যাক রেকারিং ডিপোজিটের কথায়। যে কোনও ব্যাঙ্কে বা পোস্ট অফিসে আপনি রেকারিং খাতা খুলতে পারেন। সেখানে আপনাকে পর্যায়ক্রমে মেয়াদকালের প্রতি মাস একটি নির্দিষ্ট অঙ্কের টাকা জমা করতে হবে। এক্ষেত্রে আপনি প্রতি মাসে কত টাকার রেকারিং করতে চান এবং কত বছরের জন্য করতে চান, তা বেছে নেওয়ার সুযোগ থাকবে। সাধারণত ৬ মাস থেকে শুরু করে ১০ বছর পর্যন্ত একটি রেকারিং খাতা খোলা রাখা যায়। এখানে বলে রাখা প্রয়োজন, রেকারিং খাতার ক্ষেত্রে ঝুঁকি অনেক কম। তবে এখানে দুর্দান্ত কিছু রিটার্নের আশা করলে পস্তাবেন। প্রতিটি ব্যাঙ্ক নিজস্ব সুদের হার ঠিক করে রেখেছে বিভিন্ন মেয়াদের রেকারিং খাতার জন্য। তার উপর ভিত্তি করেই আপনার রিটার্ন আসবে।

সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপিতেও আপনাকে নির্দিষ্ট সময়ে সময়ে টাকা বিনিয়োগ করতে হবে। তবে রেকারিং খাতার সঙ্গে ফারাক রয়েছে অনেকটা। এখানে আপনাকে প্রতি মাসে, কিংবা প্রতি ত্রৈমাসিকে নির্দিষ্ট অঙ্কের টাকা জমা করতে হবে। যা বিভিন্ন মিউচুয়াল ফান্ড স্কিমে বিনিয়োগ করা হবে। বিনিয়োগকারী কোন স্কিমটি বেছে নিচ্ছেন, তার উপর নির্ভর করে ফান্ড ম্যানেজাররা মার্কেটে টাকা খাটান। একইসঙ্গে সেই ফান্ডের কোন কোন খাতে খাটছে, সেই দিকের উপরেও বিশেষ নজর রেখে চলে বিনিয়োগ প্রক্রিয়া। দেখা হয় ঋণ ও ইকুইটির বিষয়গুলিও। ইকুইটি মিউচুয়াল ফান্ডগুলি সাধারণত রেকারিং কিংবা ফিক্সড ডিপোজিটের তুলনায় অনেকটা বেশি রিটার্ন দেয়।

এখন প্রশ্ন হল, আপনি কোনটা বেছে নেবেন? এই বিষয়টি পুরোপুরি নির্ভর করে সংশ্লিষ্ট ব্যক্তির উপর। যদি আপনি বেশি মুনাফা কামাতে চান, তাহলে ঝুঁকি নিতে হবে। রেকারিং খাতার থেকে এসআইপি-তে বিনিয়োগ তুলনায় একটু ঝুঁকিপূর্ণ। তবে সাধারণত এসআইপি-তে রিটার্ন সবসময় আকর্ষণীয়।