এখন আপনি ভারতীয় ডাক বিভাগে যোগ দিয়ে নিজের ব্যবসা শুরু করতে পারেন। স্বল্প বিনিয়োগে ভাল আয়ের উৎস হতে পারে এই ব্যবসা। এর আওতায় রফতানি কেন্দ্রগুলো ক্ষুদ্র ব্যবসায়ীদের উৎসাহিত করবে এবং এটি দেশের রফতানি বৃদ্ধিতেও সহায়ক হবে। আপনিও ভারতীয় ডাক বিভাগের এই অপশনটি বেছে নিয়ে আপনার নিজের কাজ শুরু করতে পারেন। ডাক বিভাগের সচিব বিনীত পান্ডে সোমবার জানিয়েছেন, পোস্ট অফিসের রফতানি কেন্দ্রগুলি দেশের রফতানি আরও বাড়াতে ক্ষুদ্র ব্যবসায়ীদের উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।
তিনি জানিয়েছেন, কম খরচ কাঠামো ও সহজে কোনও জিনিস প্রেরণের জন্য পোস্ট অফিসগুলির কার্যকারিতা ছোটো ও মাঝারি ব্যবসার জন্য উপযুক্ত হয়ে উঠছে। এর ফলে ক্ষুদ্র ব্যবসায়ীরা লাভবান হবেন বলে জানা যাচ্ছে। তিনি বলেন, পোস্ট অফিসগুলি তাদের স্বল্প ব্যয়ের কাঠামো এবং মসৃণ প্রক্রিয়ার মাধ্যমে ছোট এবং মাঝারি ব্যবসার জন্য উপযুক্ত। পান্ডে বলেন, ভারতীয় ডাক বিভাগ তাদের নেটওয়ার্ক, ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট (ওডিওপি) প্রণয়ন করার জন্য একটি বিস্তৃত পরিকল্পনা প্রণয়ন করেছে। এই পরিকল্পনা ছোট ব্যবসায়ী এবং উত্তর-পূর্বের রাজ্যগুলির জন্য উপকারী হবে।
ইন্ডিয়া পোস্ট অমৃতপেক্স-২০২৩ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, পোস্ট অফিসের রফতানি কেন্দ্রগুলি ক্ষুদ্র ব্যবসাকে উৎসাহিত করবে। এই একই অনুষ্ঠান থেকে ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেডের (ডিপিআইআইটি) সচিব অনুরাগ জৈন বলেন, সরকার ভৌগোলিক নির্দেশক (জিআই) যুক্ত পণ্যের প্রচার করছে।