AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Smartphone Hack: লোপাট হতে পারে আপনার ফোনের গোপন তথ্য, আগে করুন এই সব কাজ!

Smartphone Android Operating System: অ্যাডভাইসরি জারি করে সিইআরটি জানিয়েছে হয়তও সুরক্ষিত নয় আপনার স্মার্টফোনও। জানা গিয়েছে, বেশিরভাগ আধুনিক স্মার্টফোন ও ট্যাবলেটেই রয়েছে দুর্বলতা। অর্থাৎ, বেশিরভাগ স্মার্টফোনেই হতে পারে এমন গোলমাল।

Smartphone Hack: লোপাট হতে পারে আপনার ফোনের গোপন তথ্য, আগে করুন এই সব কাজ!
লোপাট হতে পারে আপনার ফোনের গোপন তথ্যImage Credit: Getty Images
| Updated on: Nov 10, 2025 | 3:13 PM
Share

আগেই গুগল ক্রোম নিয়ে দেশের মানুষকে সতর্ক করেছিল কেন্দ্রীয় সংস্থা CERT-IN বা ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম। আর এবার তারাই জানাল শুধু ক্রোম কেন, হয়তও সুরক্ষিত নয় আপনার স্মার্টফোনও। কেন্দ্রীয় এই সাইবার নিরাপত্তা সংস্থা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ইন্টারফেসের বেশ কয়েকটি লুপহোল খুঁজে পেয়েছে। তাঁরা আরও জানিয়েছে যে এই কারণেই লক্ষাধিক ব্যবহারকারীর তথ্য পড়তে পারে ঝুঁকির মুখে।

কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য একটি নির্দেশনামা বা অ্যাডভাইসরি জারি করেছে। আর সেখানেই বিস্তারিত ভাবে বলা হয়েছে যে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের একাধিক দুর্বলতার কথা। আর সেই ফাঁক গলেই কিন্তু জালিয়াতরা হানা দিতে পারে আপনার মোবাইল ফোন, ট্যাব সহ অ্যান্ড্রয়েড অপারেটিং ব্যবহার করে এমন সমস্ত গ্যাজেটে।

কোন কোন ফোনে এমন সমস্যা?

অ্যাডভাইসরি থেকে জানা গিয়েছে, বেশিরভাগ আধুনিক স্মার্টফোন ও ট্যাবলেটেই এই দুর্বলতা রয়েছে। অর্থাৎ, বেশিরভাগ স্মার্টফোনেই হতে পারে এমন গোলমাল। স্যামসাং, ওয়ান প্লাস, শাওমি, রেডমি রিয়েলমি, মোটোরোলা, ওপ্পো, ভিভো এমনকি গুগলের পিক্সেল ফোনও বাদ যায়নি সিইআরটি-র তালিকা থেকে। কী ঝুঁকি রয়েছে? কেন্দ্রীয় সরকারি সংস্থাটি বলছে, আপনার ফোনের গোপন কোড চুরি হতে পারে, আপনার ফোনকে দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারে জালিয়াতরা। অর্থাৎ, কলিং, ফোনের ক্যামেরা সবই হ্যাক হতে পারে।

আমাদের কী করণীয়?

ফোনকে আরও সুরক্ষিত করতে কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম বলছে সময় মতো স্মার্টফোনের অপারেটিং সিস্টেম বা ওএস আপডেট করতে। এ ছাড়াও নিয়মিত সিকিউরিটি আপডেটও করতে হবে। এই নোটিফিকেশনগুলোকে যদি কেউ এড়িয়ে যায়, তাহলেই বাড়বে বিপদ। এ ছাড়াও কোনও থার্ড পার্টি অ্যাপ যেন ইনস্টল করা না হয়, সেটাও বলছে তাঁরা। প্রয়োজনে গুগল প্লে প্রোটেক্ট ব্যবহার করতে হবে।

ভুয়ো টেক্সট মেসেজ বা মেলে কোনও লিঙ্ক দেওয়া থাকলে তা না খোলার পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা। এ ছাড়াও বিশ্বস্ত নয় এমন বা ভুয়ো ওয়েবসাইট ঘাঁটা বন্ধ করার পরামর্শও দিয়েছে সিইআরটি।