Smartphone Like iPhone 17: সস্তায় আইফোনের চেয়ে ভাল স্মার্টফোন খুঁজছেন? দেখতে পারেন এই ফোনগুলো!
Smartphones: ৮০ হাজার থেকে ৮৫ হাজার খরচ করলে তবেই মিলবে আইফোনের বেস মডেল। আর সেই কারণেই অনেকে আইফোনের বদলে অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ ফোনের খোঁজ করেন। কারণ, অ্যান্ড্রয়েড ফোনের দামও কম। আবার পার্ফরম্যান্সও দুর্দান্ত।

২০২৫ সাল, বাজারে এসেছে নতুন আইফোন ১৭। কিন্তু দাম? আকাশছোঁয়া। ৮০ হাজার থেকে ৮৫ হাজার খরচ করলে তবেই মিলবে আইফোনের বেস মডেল। আর সেই কারণেই অনেকে আইফোনের বদলে অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ ফোনের খোঁজ করেন। কারণ, অ্যান্ড্রয়েড ফোনের দামও কম। আবার পার্ফরম্যান্সও দুর্দান্ত।
৬টি এমন ফোন রয়েছে যা আইফোন ১৭-কে কড়া টক্কর দেবে।
- ওয়ান প্লাস ১৩-এর দাম শুরু ৬৩ হাজার ৪৯৯ টাকা থেকে। এতে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপ ও বিশাল ৬০০০ এমএএইচ ব্যাটারি। এ ছাড়াও রয়েছে Hasselblad ব্র্যান্ডের ৫০ মেগাপিক্সল ট্রিপল ক্যামেরা সেটআপ।
- Google Pixel 10 এর দাম ৭৯ হাজার ৯৯৯ টাকা। প্রধান আকর্ষণ Tensor G5 প্রসেসর এবং তার এআই ক্যামেরা। যাঁরা সেরা ফটোগ্রাফি চান, তাঁদের জন্য এই ফোন।
- Samsung Galaxy S25-এ রয়েছে তুলনামূলক ছোট, ৬.২ ইঞ্চির ডিসপ্লে। এই ফোনের দাম ৭৪ হাজার ৯৯৯ টাকা। এই কমপ্যাক্ট ফোনেও রয়েছে Snapdragon 8 Elite প্রসেসর।
- Oppo Find X8 ফোনের ডিসপ্লে ব্রাইটনেস ৪৫০০ নিট। দাম ৬৯ হাজার ৯৯৯ টাকা। এই ফ্ল্যাগশিপ ফোনে রয়েছে MediaTek Dimensity 9400 চিপসেট এবং ৫৬৩০ mAh ব্যাটারি।
- Xiaomi 15 দাম ৬৪ হাজার ৯৯৯ টাকা। এটিতেও রয়েছে Snapdragon 8 Elite প্রসেসর। ৯০W ফাস্ট চার্জিংয়ের সুবিধা একে অন্য ফোনের থেকে বেশ খানিকটা এগিয়ে রাখছে।
- Vivo X200 ফোনের দাম ৬৫ হাজার ৯৯৯ টাকা। Zeiss-টিউনড ৫০ মেগাপিক্সল ক্যামেরা রয়েছে এই ফোনে। এ ছাড়াও এই ফোনকে চালায় MediaTek Dimensity 9400 চিপসেট।
এই ফোনগুলোর ফিচার দেখলে দেখা যাবে এরা কোনও অংশেই আইফোনে থেকে কম কিছু নয়। বরং, একাধিক ক্ষেত্রে তারা আইফোনের থেকে এগিয়েই রয়েছে। ফলে, কম বাজেটে দারুণ ফোন চাইলে যে কেউ এই ফোনগুলো দেখতেই পারেন।
৫ মিনিটে বানান সুস্বাদু পালং শাকের ক্রিস্পি পকোড়া, রইল রেসিপি
ছাব্বিশে বদলে যাবে বিশ্ব! বাবা ভাঙ্গার ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী ফেলল আলোড়ন
শীত মানেই কেক-পেস্ট্রির সময়, বাড়িতে সহজে বানান অরেঞ্জ পেস্ট্রি
ফ্যাট টু ফিট! তিল-গুড়ের লাড্ডু কেন শীতকালের সুপারফুড?
ফের হাসপাতালে পলাশ, কেমন আছেন স্মৃতির হবু বর?
কলকাতার কোন জায়গায় পাবেন আসল কাশ্মীরি শাল? ঝটপট জেনে নিন
