Rs 2000 Note: ২০০০ টাকার নোট সিংহভাগই বাজার থেকে উঠে গিয়েছে, কিন্তু এখনও যা বাকি, সেটাও কম নয়

Soumya Saha |

Apr 01, 2024 | 10:21 PM

RBI: রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত প্রায় ৯৭.৬৯ শতাংশ ২০০০ টাকার নোট বাজার থেকে ফেরানো সম্ভব হয়েছে। কিন্তু যে সামান্য পরিমাণ বাকি থাকছে, তার অঙ্কটাও নেহাৎ কম নয়। এখনও পর্যন্ত ৮ হাজার ২০২ কোটি টাকা অঙ্কের ২০০০ টাকার নোট এখনও বাজারে রয়ে গিয়েছে।

Rs 2000 Note: ২০০০ টাকার নোট সিংহভাগই বাজার থেকে উঠে গিয়েছে, কিন্তু এখনও যা বাকি, সেটাও কম নয়
ফাইল চিত্র
Image Credit source: Twitter

Follow Us

মুম্বই: শেষ কবে ২০০০ টাকার নোট বাজারে দেখেছেন মনে পড়ছে? ২০০০ টাকার নোটে এখন লেনদেন বন্ধ হয়ে গিয়েছে। তা সে এক বছর হতে চলল। গত বছরের ১৯ মে মাসে সরকারি সিদ্ধান্তের পর এই ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। প্রায় সিংহভাগ ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়া সম্ভব হলেও, পুরোটা এখনও হয়নি। রিজার্ভ ব্যাঙ্কের তরফে সোমবার জানানো হয়েছে, এখনও পর্যন্ত প্রায় ৯৭.৬৯ শতাংশ ২০০০ টাকার নোট বাজার থেকে ফেরানো সম্ভব হয়েছে। কিন্তু যে সামান্য পরিমাণ বাকি থাকছে, তার অঙ্কটাও নেহাৎ কম নয়। এখনও পর্যন্ত ৮ হাজার ২০২ কোটি টাকা অঙ্কের ২০০০ টাকার নোট এখনও বাজারে রয়ে গিয়েছে।

গত বছরের ১৯ মে যখন ২০০০ টাকার নোটের লেনদেন বন্ধ হয়ে যায়, তখন বাজারে ২০০০ টাকার নোট ছিল সাড়ে তিন লাখ কোটির টাকারও বেশি অঙ্কের। তারপর থেকে প্রায় ১০ মাসের কিছু বেশি সময় পেরিয়ে এ বছরের ২৯ মার্চ পর্যন্ত বাজারে রয়েছে ৮ হাজার ২০২ কোটি টাকা অঙ্কের দু’হাজার টাকার নোট।

বাজার থেকে দু’হাজার টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্তের পর প্রথমে বিভিন্ন ব্যাঙ্কগুলিতে সেই নোটগুলি ফেরত নেওয়া হচ্ছিল। তারপর একটি নির্দিষ্টি সময়সীমার পর রিজার্ভ ব্যাঙ্ক গিয়ে সরাসরি সেই টাকা ফেরত দিতে পারছেন সাধারণ মানুষ। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা রিজার্ভ ব্যাঙ্কের ১৯টি অফিসে ২০০০ টাকার নোট জমা দেওয়া যাচ্ছে। এছাড়া ডাক মারফতও আরবিআই অফিসে ২০০০ টাকার নোট ফেরত দিয়ে তা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকিয়ে নেওয়া যায়।

Next Article