নয়া দিল্লি: ‘জি এন্টারটেনমেন্ট’ (Zee Entertainment) সংস্থার ভারতীয় শাখার সঙ্গে গাঁটছড়া বাতিল করল ‘সোনি গ্রুপ’ (Sony Group)। জাপানের সংস্থা ‘সোনি’-র তরফে এ ব্যাপারে ইতিমধ্যেই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে Zee-কে। সোমবার একটি টার্মিনেশন লেটার পাঠানো হয়েছে সংস্থার তরফ থেকে। কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হল, তা স্পষ্ট করেনি ‘সোনি’। বছর দুয়েক আগে দুই সংস্থা গাঁটছড়া বাঁধার কথা ঘোষণা করেছিল। তারপর থেকেই নানা বাধা আসে। এরই মধ্যে ‘জি’-এর চিফ এক্সিকিউটিভ অফিসার পুনীত গোয়েঙ্কার বিরুদ্ধে সেবি তদন্ত শুরু করায় পরিস্থিতি আরও খারাপ হয়।
পুনীত গোয়েঙ্কার বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার পর থেকেই দুই সংস্থার চুক্তি অন্য মোড় নেয়। ক্রমশ চুক্তি ভাঙার দিকে এগোতে থাকে সোনি। দুই সংস্থা যৌথভাবে নেটফ্লিক্স বা অ্যামাজন-কে পাল্লা দেওয়ার যে পরিকল্পনা করেছিল, তা কার্যত ভেস্তে যায়। চূড়ান্ত চিঠি দেওয়ার আগে জি-কে ৩০ দিন সময় দেওয়া হয়েছিল। চুক্তি নিয়ে ডেডলাইনও বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু তার মধ্যেও কোনও সমঝোতায় পৌঁছতে পারেনি দুই সংস্থা। ফলে চুক্তি বাতিল হয়ে যাচ্ছে।
গত বছরের জুন মাসে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ওঠে গ্রুপ চেয়ারম্যান সুভাষ চন্দ্রের ছেলে পুনীত গোয়েঙ্কার বিরুদ্ধে। পরবর্তীতে পুনীত স্বস্তি পেলেও সংস্থার বিরুদ্ধে তদন্ত এখনও চলছে।
এই দুই সংস্থা মিলে ১০০০ কোটি মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় ৮৩ হাজার কোটির বিনোদন সংস্থা তৈরি হবে বলে মনে করা হচ্ছিল। কথা ছিল, সোনি-র হাতে থাকবে ৫০.৮৬ শতাংশ শেয়ার আর জি এন্টারটেইনমেন্টের হাতে থাকবে নতুন সংস্থার ৩.৯৯ শতাংশ শেয়ার। ডিসেম্বরেই চুক্তি স্বাক্ষর হওয়ার কথা ছিল। তার আগেই বাতিল হয়ে গেল চুক্তি।