নয়া দিল্লি: অল্প কয়েকদিনেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে জুডিও (Zudio)। টাটা গ্রুপের মালিকানাধীন এই ব্রান্ড কোনও বিজ্ঞাপন দেয় না, শুধুমাত্র কম দাম ও টেকসই পণ্যের জোরেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে জুডিও ব্রান্ড। দেশের বিভিন্ন রাজ্যে খুলেছে জুডিও-র শো-রুম। এখনও অবধি দেশে মোট ৪২২টি স্টোর খুলেছে জুডিও। টাটা গ্রুপের এই নতুন ব্যবসার রমরমা দেখেই ইর্ষায়িত দেশের আরেক বড় ব্যবসায়ী। ধনকুবের মুকেশ অম্বানীও এবার খুচরো ব্যবসায় নামতে চলেছেন। একটি বড়, বিদেশি ব্রান্ডের সঙ্গে হাত মিলিয়ে নতুন উদ্যোগ শুরু করছেন।
জানা গিয়েছে, টাটা গ্রুপের জুডিও-কে টক্কর দেওয়ার জন্য রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ব্রিটেনের বিখ্যাত ফ্যাশন ব্রান্ড প্রাইমার্কের (Primark) সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে চলেছে। ইতিমধ্যেই দুই সংস্থার মধ্যে আলোচনা শুরু হয়েছে। যদি এই চুক্তি স্বাক্ষর হয়, তবে শুধু জুডিও-কেই নয়, ল্যান্ডমার্ক গ্রুপের ব্রান্ড ম্যাক্স ও শপার্স স্টপকেও কড়া টক্কর দেবে।
ব্রিটেনের জনপ্রিয় পোশাক ও জুতোর ব্রান্ড প্রাইমার্ক। ৫৫ বছরের পুরনো ব্রান্ড এটি। কম দামে জামাকাপড় ও জুতোর জন্য শুধু ব্রিটেনই নয়, গোটা ইউরোপ জুড়েই এর ব্যাপক জনপ্রিয়তা। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই ভারতীয় বাজারে প্রবেশ করার পরিকল্পনা করছিল। এবার রিলায়েন্সের হাত ধরেই ভারতীয় বাজারে প্রবেশ করতে পারে প্রাইমার্ক।