Liqour Delivery in Kolkata: দুয়ারে মদ ১০ মিনিটে! কলকাতায় চালু নতুন পরিষেবা

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Jun 02, 2022 | 6:44 PM

Alcohol Delivery: ইনোভেন্ট টেকনোলজিস প্রাইভেট লিমিটেড নামক সংস্থা বুজ়ি ফ্ল্যাগশিপ ব্র্যান্ডের মাধ্যমে ভারতে এই প্রথম কোনও সংস্থা এই ধরনের পরিষেবা চালু করতে চলেছে।

Liqour Delivery in Kolkata: দুয়ারে মদ ১০ মিনিটে! কলকাতায় চালু নতুন পরিষেবা
ছবি- প্রতীকী চিত্র

Follow Us

কলকাতা: আমাদের আশেপাশে এমন অনেকেই আছেন যাঁদের অনেকেই কোনও উৎসব-অনুষ্ঠানে গলা ভিজিয়ে নিতে পছন্দ করেন। অনেকের আবার প্রত্যেকদিন মদের গ্লাসে চুমুক না দিলে হয়। শহরের অফ শপগুলিতে লাইন দিয়ে মদ কেনাও ঝক্কির। খাবারের মতো বাড়ির দরজার বাইরে যদি মদের ডেলিভারি হত তবে কেমন হতো? সুইগির মতো বেশ কিছু অনলাইন ফুড ডেলিভারি সংস্থাও মদের হোম ডেলেভারি (Online Liqour Delivery) করলেও সেক্ষেত্রে পছন্দসই পানীয় পাওয়া নিয়ে গ্রাহকদের অনেক অভাব অভিযোগ থাকে। শহরবাসীদের জন্য সুখবর! কলকাতার বাসিন্দারা এখন থেকে মদ অর্ডার করলে ১০ মিনিটের মধ্যে আপনার বাড়ি দরজায় পৌঁছে যাবে মদ। একটি স্টার্ট আপ সংস্থা বিবৃতি জারি করে এই নতুন পরিষেবার কথা জানিয়েছে।

ইনোভেন্ট টেকনোলজিস প্রাইভেট লিমিটেড নামক সংস্থা বুজ়ি ফ্ল্যাগশিপ ব্র্যান্ডের মাধ্যমে ভারতে এই প্রথম কোনও সংস্থা এই ধরনের পরিষেবা চালু করতে চলেছে। বিভিন্ন সংস্থাই অনলাইন অর্ডারের মাধ্যমে মদের হোম ডেলিভারি করলেও ১০ মিনিটে মদ ডেলিভারি দেওয়ার প্রতিশ্রুতি এই প্রথম, সংবাদ সংস্থা পিটিআইকে এমনটাই জানিয়েছে বুজ়ি। পশ্চিমবঙ্গ রাজ্য আবগারি দফতরের ছাড়পত্রের পবর পূর্ব মেট্রোপলিসে এই পরিষেবা শুরু করেছে। বিবৃতিতে সংস্থা জানিয়েছে, “নিকটবর্তী মদের দোকান থেকে মদ সংগ্রহ করে ১০ মিনিটের মধ্যে গ্রাহকদের মদের হোম ডেলিভারি করা হবে। এই পরিষেবা দিতে আর্টিফিসিয়াস ইন্টেলিজেন্স ব্যবহার করা হবে।”

ইনোভেন্ট টেকনোলজিস প্রাইভেট লিমিটেড জানিয়েছে, তারা বি টু বি পদ্ধতিতে ব্যবসা করবে এবং সেই কারণে গ্রাহকদের অতিরিক্ত গাঁটের কড়ি খরচ করতে হবে না। পাশাপাশি অনলাইনে মদের হোম ডেলিভারিতে অনুমতি দেওয়ার জন্য রাজ্য সরকারের প্রশংসাও করেছে এই সংস্থা।

Next Article