Interest Rates: সেভিংস অ্য়াকাউন্টে সুদের হার বাড়াল এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, বাড়তি লাভ মিলছে FD-তেও

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Oct 19, 2022 | 12:45 PM

Interest Rates: স্থায়ী মেয়াদি আমানতের উপর সুদের হার বাড়িয়েছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। এর পাশাপাশি সেভিংস অ্যাকাউন্টের উপর সুদের হার বাড়িয়েছে এই ব্যাঙ্ক।

Interest Rates: সেভিংস অ্য়াকাউন্টে সুদের হার বাড়াল এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, বাড়তি লাভ মিলছে FD-তেও
বিবৃতি অনুযায়ী, ব্য়াঙ্কের মোট ২৫ টি বহুল ব্যবহৃত পরিষেবার ক্ষেত্রে ফি কমিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ব্যাঙ্কের যেকোনও শাখায় টাকা জমা দেওয়া বা টাকা তোলা, অন্য কোনও গেটওয়ের মাধ্যমে পেমেন্ট, ডিম্যান্ড ড্রাফ্ট, আইএমপিএস, এনইএফটি, আরটিজিএস, চেক বুক, এসএমএস অ্যালার্ট, টাকা তোলার জন্য এটিএমে টাকা না থাকা, আন্তর্জাতিক এটিএম পরিষেবা ব্যবহার সহ একাধিক পরিষেবার ক্ষেত্রে ছাড় দিয়েছে এই ব্যাঙ্ক।

Follow Us

মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে গত মাসেই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কে(Reserve Bank of )-র তরফে বাড়ানো হয়েছিল রেপো রেট। কেন্দ্রীয় ব্যাঙ্কের এই সিদ্ধান্তের পরই অক্টোবর মাসের শুরুর দিকে স্বল্প মেয়াদী সঞ্চয় প্রকল্পে (Small Savings Scheme) সুদের হার বাড়িয়েছিল কেন্দ্র। ফলে সরকারি বিভিন্ন প্রকল্পে বেড়েছিল সুদের হার। কেন্দ্রের এই সিদ্ধান্তের পর আশার আলো দেখছিল সাধারণ জনগণ। রাষ্টায়ত্ত ব্যাঙ্কের বিভিন্ন মেয়াদী আমানতে সুদের হার বাড়ানো হবে বলে আশায় বুক বেঁধেছিলেন তাঁরা। আশা মতোই ফিক্সড ডিপোজ়িটে বাড়ল সুদের হার। তবে এর পাশাপাশি সেভিংস অ্য়াকাউন্টে কমেছে সুদের হার।

সোমবার নিজেদের সেভিংস অ্য়াকাউন্টে সুদের হার কমিয়েছে সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ভারতীয় স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমানো হয়েছে ৫ বেসিস পয়েন্ট। বর্তমানে সেভিংস অ্য়াকাউন্টে সুদের হার দাঁড়িয়েছে ২.৭০ শতাংশ। ১০ কোটি টাকার ১০ কোটি বা তার থেকে বেশি টাকা যদি সেভিংস অ্য়াকাউন্টে থাকে তাহলে সুদ মিলবে ৩ শতাংশ। আগে এই দুই ক্ষেত্রেই SBI-র সুদের হার ছিল ২.৭৫ শতাংশ। ১০ কোটির নীচে ব্যাঙ্ক ব্যালেন্সের ক্ষেত্রে সুদের হার কমেছে ০.০৫ শতাংশ।

এদিকে এমসিএলআর বাড়ানো হয়েছে SBI-র তরফে। SBI-র এক বছরের মেয়াদি আমানতে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। বর্তমানে সুদের হার দাঁড়িয়েছে ৭.৯৫ শতাংশ। ফলে গাড়ি বাড়ি ঋণের ক্ষেত্রে বাড়বে সুদের হার। গ্রাহকদের বাড়বে ইএমআই খরচও। এদিকে SBI-র ওয়েবসাইট অনুযায়ী, ১৫ অক্টোবর মেয়াদী আমানতে নয়া সুদের হার কার্যকর হয়েছে। ৭ থেকে ৪৫ দিনের ফিক্সড ডিপোজিটে সুদের হার বেড়ে হয়েছে ৩ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই সুদের হার বেড়ে হয়েছে ৩.৫০ শতাংশ। ৪৫ দিন থেকে ৫ বছর বা তার বেশি সময়ের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার বেড়েছে ২০ বেসিস পয়েন্ট করে। এক্ষেত্রে প্রবীণ নাগরকিদের জন্য থাকছে অতিরিক্ত হারে সুদ।

Next Article