দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। লক্ষ লক্ষ গ্রাহক প্রতিদিন এই ব্যাঙ্কে লেনদেন করেন। গ্রাহকেরা যাতে বাড়িতে বসেই স্টেট ব্যাঙ্কের সব পরিষেবা পেতে পারে, তারই সু ব্যবস্থা করল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এটিএম বা ই কর্নার ব্যবহার করে গ্রাহকেরা অনেক সুবিধা পান, তবে এবার আরও অনেক উন্নততর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যার ফলে অনেক বেশি সংখ্যক মানুষ সহজেই সব পরিষেবার সুবিধা নিতে পারবেন। চলতি মাসেই এক বিশেষ ‘ডিভাইস’ এনেছে এসবিআই।
মোবাইল হ্যান্ডহেল্ড ডিভাইস Mobile Handheld Device এনেছে স্টেট ব্যাঙ্ক। ব্যাঙ্কের চেয়ারম্যান দীনেশ খাড়া এক বিবৃতিতে জানিয়েছেন, ব্যাঙ্কের সব জরুরি পরিষেবা আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে এবার। সেই উদ্দেশেই এই ডিভাইস আনা হয়েছে।
প্রাথমিকভাবে এই ডিভাইসের মাধ্যমে ৫টি পরিষেবা পাবেন গ্রাহকেরা। টাকা তোলা,
টাকা জমা দেওয়া, অ্যাকাউন্টের ব্যালান্স চেক করা, টাকা পাঠানো ও মিনি স্টেটমেন্ট বের করা যাবে ওই ডিভাইসের মাধ্যমে। পরবর্তীতে পরিষেবা আরও বাড়ানো হবে। অ্যাকাউন্ট খোলা, ব্যাঙ্কের বিভিন্ন স্কিমের সুবিধাও পাওয়া যাবে পরবর্তীতে।
চেয়ারম্যানের বক্তব্য, এই ডিভাইস আনার উদ্দেশ্য হল, যাতে আরও অনেক বেশি মানুষ ব্যাঙ্কিং পরিষেবার অধীনে আসতে পারেন। এই ডিভাইস একেবারে সাধারণ মানুষের বাড়ির দরজায় পৌঁছে যাবে বলে জানানো হয়েছে। বিশেষত বয়স্ক বা বিশেষভাবে সক্ষম গ্রাহকদের ক্ষেত্রে বিশেষ সুবিধা হবে। ব্যাঙ্কে না যেতে পারলেও কোনও পরিষেবা থেকেই বঞ্চিত হবেন না তাঁরা। উপকৃত হবে বড় অংশের মানুষ।