যেকোনও ধরনের আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি হল পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর (Permanent Account Number) বা প্যান কার্ড (PAN Card)। সবকিছু ক্ষেত্রে প্রায় অপরিহার্য এই নথিপত্র। তবে এই কার্ড সঙ্গে নিয়ো ঘোরাফেরা খুব ঝুঁকিপূর্ণ হতে পারে। এতে এই কার্ড হারিয়ে যাওয়ার সম্ভাবনাও বেড়ে যায়।
আয়কর রিটার্নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ নথি হল প্যান কার্ড। এই নথিপত্র আয়কর দফতরকে সব ধরনের আর্থিক লেনদেনের রেকর্ড রাখতে সাহায্য করে এই কার্ড। এর ফলে কোনও ব্যক্তি বা কোনও সংস্থার ট্যাক্স দায়ভার সম্পর্কে জানা যায়। তবে ব্যাগে করে প্যান কার্ড নিয়ে ঘোরার থেকে ই-প্যান কার্ডের ব্যবহার অনেক বেশি ঝুঁকিহীন ও সহজও। আপনার ফোন বা অন্য কোনও ডিজিটাল ডিভাইসে আপনি প্যান নিয়ে ঘুরতে পারেন।
এক্ষেত্রে সুখবর হল প্যান কার্ড হারিয়ে যাওয়ার পর এফআইআর করলে আপনি ডুপ্লিকেট প্যান কার্ডের জন্য আবেদন করতে পারেন এবং আবেদন প্রক্রিয়া শেষে আপনি ই-প্যান কার্ড পেয়ে যেতে পারেন। পাসওয়ার্ড সংরক্ষিত E-PAN কার্ডের পিডিএফ ডাউনলোড করা যেতে পারে। E-PAN কার্ডের পিডিএফ ডাউনলোডের জন্য পাসওয়ার্ড হিসেবে জন্মতারিখ দিতে হবে। NSDL e-GOV-র মাধ্যমে যেসব প্যান কার্ড হোল্ডারদের সর্বশেষ আবেদনের প্রক্রিয়াকরণ হয়েছে তাঁদের e-PAN পিডিএফ-র সুবিধা রয়েছে।
E-PAN ডাউনলোড করবেন কীভাবে?