EPFO update: EPFO-র সুবিধা পেতে আজই এই উপায়ে তৈরি করুন UAN

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Jul 29, 2022 | 5:35 PM

Provident Fund: ইউএএন একটি সাধারণ নম্বর যা সকল কর্মীর আইডি নম্বর হিসেবে বিবেচিত হয়। ইউএএন নম্বর থেকে কর্মীরা ইপিএফ ব্যালেন্স ছাড়াও টাকা তোলা এবং প্রভিডেন্ট ফান্ড থেকে ঋণের আবেদন করতে পারেন।

EPFO update: EPFO-র সুবিধা পেতে আজই এই উপায়ে তৈরি করুন UAN
গ্রাফিক্স: টিভি৯ বাংলা

Follow Us

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের আওতায় থাকা প্রত্যেক যোগ্য কর্মীকে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর অথবা ইউএএন নম্বর দেয় ইপিএফও। ইউএএন একটি সাধারণ নম্বর যা সকল কর্মীর আইডি নম্বর হিসেবে বিবেচিত হয়। ইউএএন নম্বর থেকে কর্মীরা ইপিএফ ব্যালেন্স ছাড়াও টাকা তোলা এবং প্রভিডেন্ট ফান্ড থেকে ঋণের আবেদন করতে পারেন। কর্মীরা খুব সহজেই অনলাইনে ইউএএন নম্বর তৈরি করতে পারেন। শুধুমাত্র আধার কার্ড থাকলে
সহজেই ইউএএন নম্বর তৈরি করা যাবে। কীভাবে তৈরি করবেন ইউএএন, জেনে নিন বিস্তারিত…

ধাপে-ধাপে জেনারেট করুন ইউএএন

  1. প্রথমেই ইপিএফও-প সরকারি পোর্টাল https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ এ যেতে হবে।
  2. এবার ওয়েবপেজের ডানদিকে ‘Direct UAN Allotment by Employees’-এ ক্লিক করতে হবে।
  3. এবার নতুন করে ওটিপি তৈরি হবে এবং আপনার মোবাইলে ওটিপি আসবে।
  4. আধার কার্ডের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে আসা ওটিপি দাখিল করতে হবে এবং সাবমিট-এ ক্লিক করতে হবে।
  5. এবার অপশন আসবে ‘Are you working in any private company/factory/establishment’ তাতে হ্যাঁ বেছে নিন।
  6. নিজের ‘Employment Category’ বেছে নিতে হবে।
  7. এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে যদি ‘In Establishment/Company/Factory’ EPFO-এর অধীনে পড়ে, তাহলে সিস্টেম PF কোড নম্বরের জন্য অনুরোধ করবে এবং এটি আপনার থেকে সংস্থার নাম জানতে চাইবে। এবার নিজের চাকরিতে যোগদানের দিনক্ষণ দিতে হবে এবং পরিচয়পত্র বেছে নিয়ে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
  8. এবার আধার আইডি এবং ক্যাপচা কোড দিয়ে ‘Generate OTP’-তে ক্লিক করতে হবে।
  9. এবার ওটিপি দাখিল করতে হবে। আপনার ইউএএন তৈরি হয়ে যাবে। আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ইউএএন চলে যাবে।
Next Article