আয়কর রিটার্ন (Income Tax Return) ফাইল করা নিয়ে অনেকের মধ্যেই ধন্দ থেকে যায়। এদিকে এই ২০২২-২৩ অর্থবর্ষে আয়কর রিটার্ন ফাইল করার ডেডলাইন ৩১ জুলাই মধ্যে। তাই দেরি না করে রোজগেরে মানুষদের ইতিমধ্য়েই আয়কর রিটার্ন ফাইল করে দিতে হবে। কিন্তু এক্ষেত্রে সদ্য কর্মসংস্থান পরিবর্তন করা চাকরিজীবীদের কিছুটা ধন্দের মধ্যে পড়তে হতে পারে। তাঁরা হয়ত ইতিমধ্যেই পুরনো নিয়োগকারী সংস্থা ও নতুন সংস্থা, দু’ তরফ থেকেই ফর্ম ১৬ (Form 16) পেয়েছেন। তাই কী করবেন সেটা নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়া স্বাভাবিক। তাঁরা কীভাবে নিজেদের রিটার্ন ও সুবিধা দাবি করবেন জেনে নিন।
কীভাবে করবে আইটি রিটার্ন ফাইল?
ফর্ম ১৬ কী?
আয়কর আইন, ১৯৬১ অনুযায়ী ফর্ম ১৬ জারি করা হয়। এটি একটি গুরুত্বপূর্ণ নথিপত্র হল এই ফর্ম ১৬। সরকারকে দেওয়া কর বাবদ আপনার নিয়োগকারী সংস্থা আপনার বেতনের যে অংশ কেটে নিচ্ছে তার প্রমাণ এই ফর্ম ১৬।