Interest Rates: রিটার্ন মিলবে মোটা অঙ্কের, স্থায়ী আমানতে এই ব্যাঙ্কে সুদ দিচ্ছে ৯.৬ শতাংশ

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

May 05, 2023 | 7:14 PM

Suryoday Small Finance Bank: স্থায়ী আমানতে আকর্ষণীয় হারে সুদ দিচ্ছে সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাঙ্ক। প্রবীণ নাগরিকরা এখানে বিনিয়োগ করে ৯.৬ শতাংশ পর্যন্ত সুদ পেতে পারেন।

Interest Rates: রিটার্ন মিলবে মোটা অঙ্কের, স্থায়ী আমানতে এই ব্যাঙ্কে সুদ দিচ্ছে ৯.৬ শতাংশ
প্রতীকী ছবি

Follow Us

আয়ের পাশাপাশি সঞ্চয় করাও খুব গুরুত্বপূর্ণ। আর প্রাথমিকভাবে সঞ্চয় শুরুর সময় ব্যাঙ্কের স্থায়ী আমানতে বিনিয়োগ দিয়েই সঞ্চয় শুরু করেন অনেকে। কারণ স্থায়ী আমানতে একদিকে যেমন রিটার্ন নিশ্চিত থাকে। অন্যদিকে অপেক্ষাকৃত নিরাপদ এই খাতে বিনিয়োগ। এদিকে স্থায়ী আমানতে সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলির তুলনায় আকর্ষণীয় হারে রিটার্ন দিয়ে থাকে স্মল ফিন্যান্স ব্যাঙ্কগুলি। যেমন সম্প্রতি সুদের হার পুনর্বিবেচনা করল সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাঙ্ক (Suryoday Small Finance Bank)। আজ থেকেই কার্যকর হয়েছে এই নয়া সুদের হার।

২ কোটি টাকার নিচে ১ বছর থেকে ৫ বছর মেয়াদের স্থায়ী আমানতে বর্তমানে ৪৯ বেসিস পয়েন্ট থেকে ১৬০ বেসিস পয়েন্ট সুদের হার বাড়িয়েছে এই স্মল ফিন্যান্স ব্যাঙ্ক। এই নয়া সুদের হারে ৭ দিন থেকে ১০ বছরের আমানতে সাধারণ গ্রাহকরা ৪ শতাংশ থেকে ৯.১০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন। সেখানে প্রবীণ নাগরিকরা পাবেন ৪.৫০ শতাংশ থেকে ৯.৬০ শতাংশ হারে সুদ।

সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাঙ্ক একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে,”সাধারণ গ্রাহকরা এখন পাঁচ বছরের আমানতের উপর ৯.১০ শতাংশ সুদের হার পেতে পারেন। প্রবীণ নাগরিকরা এই মেয়াদের আমানতে ৯.৬০ শতাংশ সুদের হার পেতে পারেন।”এদিকে ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, সেভিংস অ্যাকাউন্টেও ৫ লক্ষ টাকা থেকে ২ কোটি টাকা পর্যন্ত স্ল্যাবে গ্রাহকদের ৭ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাঙ্ক। আর ৫ মে থেকেই এই বর্ধিত হারে সুদ কার্যকর হয়েছে। ফলে গ্রাহকরা এখন এই ব্যাঙ্কের আমানতে বিনিয়োগ করে অপেক্ষাকৃত বেশি হারে সুদ পাবেন।

Next Article