নয়া দিল্লি: দিনে-রাতে ইচ্ছে হলেই অনলাইনে খাবার অর্ডার (Online Food Order) করেন? টাকার পেমেন্ট করেন ক্রেডিট কার্ড (Credit Card) দিয়ে? তবে আপনার জন্য রয়েছে সুখবর। এবার সুইগিও আনছে ক্রেডিট কার্ড। এইচডিএফসি ব্য়াঙ্কের সঙ্গে অংশীদারিত্বে নতুন ক্রেডিট কার্ড আনল সুইগি (Swiggy)। এই কার্ডের মাধ্যমে আপনি যেমন আর্থিক লেনদেন করতে পারবেন, তেমনই আবার তিন মাসের জন্য সুইগি ওয়ানে (Swiggy One) বিনামূল্যে মেম্বারশিপ (Membership) পাবেন। সুইগির তরফে জানানো হয়েছে, এই ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনি বছরে ৪২ হাজার টাকা অবধি সাশ্রয় করতে পারবেন। এছাড়া অন্যান্য খরচেও ১ শতাংশ ক্যাশব্যাক পাবেন।
সুইগির তরফে জানানো হয়েছে, এই ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা তিন মাসের জন্য সুইগি ওয়ান-র বিনামূল্যে মেম্বারশিপ পাবেন। এরমধ্যে বিনামূল্যে খাবার ডেলিভারি, ডাইনআউট, সুইগি জিনি ও ইন্সটামার্টও অন্তর্ভুক্ত। অর্থাৎ এই সমস্ত পরিষেবাতেই ছাড় পাবেন।
HDFC Bank launches co-branded credit card with Swiggy.
Read below to know more.#HDFCBank #News pic.twitter.com/tg1DutvxE5
— HDFC Bank News (@HDFCBankNews) July 26, 2023
প্রতি মাসের ১০ তারিখে সুইগি মানি অ্যাকাউন্টে ক্যাশব্যাক চলে আসবে।