TCS CEO Resigns: TATA গ্রুপে বড় ধাক্কা, TCS-র CEO ও MD পদ থেকে ইস্তফা দিলেন রাজেশ গোপীনাথন

TCS CEO Resigns: রাজেশ গোপীনাথনের উত্তরসূরী হিসাবে ব্যাঙ্কিং, ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইন্সুরেন্স বিজনেসের বর্তমান আন্তর্জাতিক প্রধান কে কৃতীবাসনকে নির্বাচন করা হয়েছে।

TCS CEO Resigns: TATA গ্রুপে বড় ধাক্কা, TCS-র CEO ও MD পদ থেকে ইস্তফা দিলেন রাজেশ গোপীনাথন
টিসিএসের সিইও পদ থেকে ইস্তফা দিলেন রাজেশ গোপীনাথন।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 25, 2023 | 2:43 PM

নয়া দিল্লি: টাটা গ্রুপে (TATA Group) হঠাৎ বড় রদবদল। দেশের অন্য়তম বড় সফটওয়্যার সার্ভিস সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসের (TATA Consulting Service) সিইও তথা ম্য়ানেজিং ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিলেন রাজেশ গোপীনাথন (Rajesh Gopinathan)। বিগত ছয় বছর ধরে তিনি টিসিএসের সিইও (TCS CEO) ছিলেন। আরও চার বছর তাঁর এই পদে থাকার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট মেয়াদের চার বছর আগেই তিনি নিজের পদ থেকে ইস্তফা দিলেন। তিনি জানিয়েছেন, এবার নিজের আগ্রহের বিষয় নিয়ে কাজ করতে চান।

বৃহস্পতিবারই টিসিএসের তরফে একটি বিবৃতি পেশ করে বলা হয়, “টাটা কনসালটেন্সি সার্ভিসের সিইও তথা ম্যানেজিং ডিরেক্টরের পদ থেকে ইস্তফা দিয়েছেন রাজেশ গোপীনাথন। সংস্থায় ক্ষমতার রদবদল ও পরবর্তী উত্তরসূরীকে বেছে নেওয়ার কাজে সাহায্যের জন্য আগামী ১৫ সেপ্টেম্বর, ২০২৩ অবধি সংস্থায় থাকবেন।”

জানা গিয়েছে, রাজেশ গোপীনাথনের উত্তরসূরী হিসাবে ব্যাঙ্কিং, ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইন্সুরেন্স বিজনেসের বর্তমান আন্তর্জাতিক প্রধান কে কৃতীবাসনকে নির্বাচন করা হয়েছে। ১৬ মার্চ থেকেই টাটা গ্রুপের সিইও-র দায়িত্ব গ্রহণ করেছেন বলে জানানো হয়েছে। টিসিএসের বিবৃতিতে বলা হয়েছে, “বিগত ৩৪ বছর ধরে কৃতীবাসন বৈশ্বিক প্রযুক্তি ক্ষেত্রের অংশ। ১৯৮৯ সালে তিনি টাটা কনসালটেন্সি সার্ভিসে যোগ দেন তিনি। টিসিএসে এই দীর্ঘ কর্মজীবনে তিনি ডেলিভারি, কাস্টমার রিলেশনশিপ ম্য়ানেজমেন্ট, লার্জ প্রোগ্রাম ম্যানেজমেন্ট ও সেলস বিভাগের নেতৃত্ব দিয়েছেন।”

অন্যদিকে, টিসিএসের সিইও তথা ম্য়ানেজিং ডিরেক্টর পদ থেকে ইস্তফা দেওয়ার পরে রাজেশ গোপীনাথন বলেন, “‘টিসিএসের দীর্ঘ ২২ বছরের এই যাত্রাকে আমি অত্য়ন্ত উপভোগ করেছি। জীবনের পরবর্তী ধাপে কী করতে চাই, তা নিয়ে আমার মাথায় বেশ কিছু চিন্তাভাবনা রয়েছে। টাটা সংস্থার চেয়ারম্যান ও বোর্ডের সঙ্গে দীর্ঘ ও গভীর আলোচনার পরে আমাদের মনে হয়েছে এই অর্থবর্ষের শেষভাগই আমার পদ থেকে সরে দাঁড়ানো ও অপূর্ণ আগ্রহগুলিকে পূরণ করার সঠিক সময়।”