AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tata Sierra: নয়ের দশকের ‘সিয়েরা’ নতুন রূপে ফিরিয়ে নিয়ে এল Tata Motors!

Legend Reborn: ১৯৯১ সালের নস্টালজিক এসইউভি, টাটা সিয়েরা এবার আধুনিক প্রযুক্তি ও ডিজাইনের মিশেলে ভারতের রাস্তায় নামার জন্য তৈরি। এই গাড়ির আনুষ্ঠানিক লঞ্চের তারিখ আগামী ২৫ নভেম্বর, ২০২৫-কে ইতিমধ্যেই ঘোষণা করেছে সংস্থা।

Tata Sierra: নয়ের দশকের ‘সিয়েরা’ নতুন রূপে ফিরিয়ে নিয়ে এল Tata Motors!
নতুন রূপে ফিরল টাটা সিয়েরাImage Credit: PTI
| Updated on: Nov 18, 2025 | 5:59 PM
Share

টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেলস অবশেষে তাদের এক কিংবদন্তিকে ফিরিয়ে নিয়ে এল। বহু প্রতীক্ষিত নতুন টাটা সিয়েরার প্রোডাকশন রেডি মডেল এবার সামনে এল ‘সিয়েরা ব্র্যান্ড ডে’-তে। ১৯৯১ সালের সেই নস্টালজিক এসইউভি এবার আধুনিক প্রযুক্তি ও ডিজাইনের মিশেলে ভারতের রাস্তায় নামার জন্য তৈরি। এই গাড়ির আনুষ্ঠানিক লঞ্চের তারিখ আগামী ২৫ নভেম্বর, ২০২৫-কে ইতিমধ্যেই ঘোষণা করেছে সংস্থা।

নতুন সিয়েরা: নস্টালজিয়া বনাম প্রযুক্তি

নতুন সিয়েরায় নয়ের দশকের সেই আইকনিক ডিজাইনের সেই নস্টালজিয়াকে অক্ষুণ্ণ রাখা হয়েছে। গাড়ির পিছনের দিকের লম্বা কাঁচের অংশের সেই লুকটি ধরে রাখা হয়েছে। তবে গাড়ির সামনে ও পিছনের দিকে রয়েছে রয়েছে এলইডি লাইট। এ ছাড়াও রয়েছে ফ্ল্যাশ ডোর হ্যান্ডেল ও আধুনিক এয়ারোডায়নামিক ডিজাইন।

  • ‘লিভিং রুম অন হুইলস’: এই গাড়ির ভেতরের ডিজাইনকে বলা হচ্ছে ‘লিভিং রুম অন হুইলস’। যাত্রীদের জন্য তৈরি হয়েছে লাউঞ্জ-সদৃশ খোলামেলা কেবিন।
  • ত্রিপল স্ক্রিন ও ডলবি অ্যাটমস: কেবিনে রয়েছে মাল্টি-স্ক্রিন TheatrePro সেটআপ। এ ছাড়াও JBL-এর ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেম।
  • ইঞ্জিন বিকল্প: এই গাড়ির ক্ষেত্রে প্রথমে আসবে পেট্রোল ও ডিজেল চালিত মডেল। এর পরপরই বাজারে আসবে এর ইলেকট্রিক ভ্যারিয়েন্ট।

টাটা মোটরস যখন ভারতীয়দের কাছে ব্যক্তিগত গাড়ির সংজ্ঞা বদলে দিয়েছিল সেই সময়ের গাড়ি এই সিয়েরা। এখন আবার নতুন রূপে ফিরে এসেছে সেই গাড়ি। এটি হুন্ডাই ক্রেটার মতো প্রতিযোগীদের সঙ্গে মিড-সাইজের এসইউভির বাজারে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে তৈরি। ২৫ নভেম্বরের পর বোঝা যাবে, এই কিংবদন্তীর দ্বিতীয় ইনিংস আসলে কতটা সফল হয়।