নয়াদিল্লি: ২০২৩-২৪ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে বিরাট ক্ষতির সম্মুখীন টাটা স্টিল লিমিটেড। জানা গিয়েছে, জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে টাটা স্টিলের ৬ হাজার ৫১১ কোটি টাকা নেট ক্ষতি হয়েছে। গত অর্থবর্ষের ওই সময়কালে টাকা স্টিলের লাভ হয়েছিল ১ হাজার ২৯৭ কোটি টাকা। ইউরোপে টাটা স্টিল সম্পর্তি ক্ষতির সম্মুখীন হয়েছে, সেই ধাক্কার জেরেই এই ক্ষতি বলে জানা গিয়েছে।
টাটা গ্রুপ কোম্পনি ১ নভেম্বর, বুধবার চলতি অর্থবর্ষের দ্বিতীয় কোয়ার্টারের রিপোর্ট প্রকাশ করেছে। সেখানেই এই ক্ষতির বিষয়টি সামনে এসেছে। গত অর্থবর্ষের এই সময়কালের তুলনায় এই অর্থবর্ষে টাকার রেভিনিউর পরিমাণও কমেছে। ৫৯ হাজার ৮৭৭ কোটি টাকা থেকে তা কমে হয়েছে ৫৫ হাজার ৬৮২ কোটি টাকা।
টাটা স্টিলের রিপোর্ট জানাচ্ছে, গত অর্থবর্ষের এই সময়কালের তুলনায় টাটার লভ্যাংশ কমেছে ২৯.৬ শতাংশ। এই ক্ষতির বিষয়টি নিয়ে টাকা স্টিটের তরফে জানানো হয়েছে, ভারতে তাদের ব্যবসায় মন্দা নেই। বরং তা ২০ শতাংশ বেড়েছে। কিন্তু ব্রিটেনে টাটার ব্যবসা অনেকটা ধাক্কা খেয়েছে। এর জেরেই এই ক্ষতির মুখে পড়তে হয়েছে টাটা স্টিলকে।