Tax Saving FDs : করছাড় পেতে চান? তাহলে এই ব্যাঙ্কগুলিতে চড়া সুদে করতে পারেন FD

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jun 07, 2022 | 6:57 PM

Tax Saving FDs : ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজ়িটে বিনিয়োগে ঝুঁকিহীন সঞ্চয়ের সুযোগ রয়েছে বিনিয়োগকারীদের। প্রবীণ নাগরিকরা সঞ্চয়ের জন্য বিভিন্ন ব্যাঙ্কের এই FD স্কিমে নির্দ্বিধায় বিনিয়োগ করতে পারেন।

Tax Saving FDs : করছাড় পেতে চান? তাহলে এই ব্যাঙ্কগুলিতে চড়া সুদে করতে পারেন FD
ছবি সৌজন্যে : Pixabay

Follow Us

বর্তমানে সঞ্চয়ের বিভিন্ন রাস্তা খুলে গিয়েছে। নিজের টাকা দ্বিগুণ করতে সবাই ঝাঁপিয়ে পড়েন। এখন ক্রিপ্টো কারেন্সি, মিউচিয়াল ফান্ড বিভিন্ন উপায়ে নিজের জমানো টাকা অনায়াসে বাড়িয়ে নেওয়া যায়। কিন্তু অনেকেই এই উপায়গুলির পিছনে যে ঝুঁকি থেকে যায় তা নিতে চান না। তাঁদের কাছে স্থানীয় আমানত বা ফিক্সড ডিপোজ়িটই সঞ্চয়ের নির্ভরযোগ্য উপায়। এই স্থায়ী আমানতগুলির ক্ষেত্রেও বিভিন্ন স্কিম থাকে। যেমন প্রবীণ নাগরিকদের জন্য ব্যাঙ্কের তরফে ট্যাক্স সেভিং স্থায়ী আমানতের অফার রয়েছে।

কী এই কর বাঁচানো স্থায়ী আমানত (Tax Saving Fixed Deposits) কী?

বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক বিভিন্ন সুদের স্থায়ী আমানতের সুবিধা দিয়ে থাকে। যেসব বিনিয়োগকারীরা সঞ্চয়ের ক্ষেত্রে ঝুঁকি নিতে চান না ও আয়করে ছাড় পেতে চান তাঁদের জন্য এই স্থায়ী আমানত একটি জনপ্রিয় বিকল্প হতে পারে। সব ব্যাঙ্কই মোটামুটি ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজ়িট অফার করে থাকে। এই ধরনের স্থায়ী আমানকে বিনিয়োগকারী কর ছাড় পান। আয়কর আইনের ৮০ সি ধারা অনুযায়ী, এই ধরনের স্থায়ী আমানতে দেড় লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়।

২ কোটি টাকার কমে ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজ়িটে ব্যাঙ্কগুলির সুদের হার (৬ জুন,২০২২) :

সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাঙ্ক (Suryoday Small Finance Bank) : প্রতি বছরে ৭.২৫ শতাংশ

এইউ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক (AU Small Finance Bank) : প্রতি বছরে ৭.২৫ শতাংশ

উজ্জীবন ফিন্যান্স ব্যাঙ্ক (Ujjivan Small Finance Bank) : প্রতি বছরে ৭.১০ শতাংশ

ডিসিবি ব্যাঙ্ক (DCB Bank) : বছরে ৭.১০ শতাংশ

ইয়েস ব্যাঙ্ক (Yes Bank) : বছরে ৭ শতাংশ

ইন্ডাসইন্ড ব্যাঙ্ক (IndusInd Bank) : বছরে ৭ শতাংশ

আরবিএল ব্যাঙ্ক (RBL Bank) : বছরে ৬.৮০ শতাংশ

আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক (IDFC First Bank) : বছরে ৬.৭৫ শতাংশ

অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank) : বছরে ৬.৫০ শতাংশ

ইক্যুইটাস স্মল ফিন্যান্স ব্যাঙ্ক (Equitas Small Finance Bank) : বছরে ৬.৫০ শতাংশ

Next Article