নিউ ইয়ার পার্টির খরচ নিয়ে চিন্তা? ৩১ ডিসেম্বরের আগেই মালামাল করতে পারে এই IPO গুলি

IPO Listing: চলতি বছরে সেপ্টেম্বরে সর্বাধিক আইপিও এসেছিল, ১২টি। অক্টোবরে ৬টি সংস্থার মিলিত আয় ৩৮ হাজার কোটি পার করেছিল। এবার ডিসেম্বরে সেই রেকর্ডও ভাঙতে পারে।

নিউ ইয়ার পার্টির খরচ নিয়ে চিন্তা? ৩১ ডিসেম্বরের আগেই মালামাল করতে পারে এই IPO গুলি
প্রতীকী চিত্র।Image Credit source: Pixabay
Follow Us:
| Updated on: Dec 18, 2024 | 1:11 PM

মুম্বই: বছরের শেষ লগ্নে দাঁড়িয়ে। সামনেই খ্রিস্টমাস, তারপর নববর্ষ। বছর শেষে কম-বেশি সকলেরই অনেক প্ল্যানিং থাকে। আর শীত মানেই পিকনিক। তবে এত কিছুতে খরচাও হয় বিশাল। পকেট খালি হয়ে গেলে, উদযাপন আর কী করে হবে? তবে চিন্তার কারণ নেই। এই ডিসেম্বরেই আয়ের একাধিক সুযোগও আছে। কী সেই সুযোগ? আইপিও। শেয়ার বাজারে আইপিও-র ক্ষেত্রে ব্যস্ততম মাস হতে চলেছে ডিসেম্বর।

বর্ষশেষে প্রায় এক ডজন কোম্পানি শেয়ার বাজারে লিস্টিংয়ের পরিকল্পনা করেছে। ইতিমধ্যেই একাধিক কোম্পানি তাদের আইপিও-র ঘোষণা করে দিয়েছে। আরও ২-৩টি সংস্থা আইপিও আনতে পারে।

চলতি বছরে সেপ্টেম্বরে সর্বাধিক আইপিও এসেছিল, ১২টি। অক্টোবরে ৬টি সংস্থার মিলিত আয় ৩৮ হাজার কোটি পার করেছিল। এবার ডিসেম্বরে সেই রেকর্ডও ভাঙতে পারে।

জানা গিয়েছে, ভেন্টিভ হসপিটালিটি, ডিএএম ক্যাপিটাল অ্যাডভাইসর সহ একাধিক সংস্থা আইপিও আনতে চলেছে। ভেন্টিভ হসপিটালিটি ১৬০০ কোটি টাকার আইপিও আনছে। ডিএএম ক্যাপিটাল ৮৪০ কোটি টাকার আইপিও আনছে। ট্রান্সরেল লাইটিং ৮৩৯ কোটির আইপিও, সনাতন টেক্সটাইল ৫৫০ কোটির আইপিও, কনকর্ড এনভিরো সিস্টেম ৫০০ কোটি টাকার আইপিও আনতে পারে।

এর মধ্যে অধিকাংশ আইপিও-ই আগামী বৃহস্পতিবার বাজারে আসতে চলেছে। বছর শেষে যেহেতু সকলেই উৎসবের আমেজে মেতে থাকবে, তাই শেষ সপ্তাহ এড়িয়েই আগেভাগে আইপিও-গুলি বাজারে আনা হচ্ছে।

উল্লেখ্য, কোনও কোম্পানি যখন শেয়ার বাজারে আত্মপ্রকাশ করে, তখন তাদের শেয়ারের প্রাথমিক যে মূল্য ধার্য করা হয়, তাই আইপিও বিক্রি। এটি সাধারণ মানুষের কাছে প্রথম স্টক বিক্রি। এতে বিনিয়োগকারীদের বিপুল লাভের সুযোগ থাকে।