Kumbh Mela 2025: মহাকুম্ভের অপেক্ষায় প্রয়াগরাজ, পর্যটকদের পথ চেয়ে ব্যবসায়ীরা
Kumbh Mela 2025: কুম্ভমেলায় কোটি কোটি পুণ্যার্থী আসেন। ২০১৯ সালে অর্ধ কুম্ভ মেলায় প্রায় ৫ কোটি পুণ্যার্থী এসেছিলেন। আর ২০১৩ সালে মহাকুম্ভ মেলায় ৩ কোটি পুণ্যার্থী পা রেখেছিলেন প্রয়াগরাজে। বিশেষজ্ঞরা বলছেন, অর্ধ কুম্ভ মেলা ও মহাকুম্ভ মেলা দেশ ও রাজ্যের অর্থনীতিতে বড় প্রভাব ফেলে।
প্রয়াগরাজ: ১২ বছর পর মহাকুম্ভ মেলা। প্রয়াগরাজে এই মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যে উন্মাদনা তুঙ্গে। সেজে উঠছে প্রয়াগরাজ। এই মেলা শুধু ধর্মীয় উদযাপন নয়। বিশেষজ্ঞরা বলছেন, এই মেলাকে কেন্দ্র করে স্থানীয় অর্থনীতি ও ব্যবসা লাভবান হবে।
প্রয়াগরাজে ১২ বছর পর মহাকুম্ভ মেলা শুরু হবে ১৩ জানুয়ারি থেকে। চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। গত ১৩ ডিসেম্বর প্রয়াগরাজ সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গমে পুজো দেন তিনি। কুম্ভমেলার পরিকাঠামো ও সুবিধা আরও বাড়াতে সাড়ে ৫ হাজার কোটি টাকার নির্মাণকাজের সূচনা করেন তিনি।
কুম্ভমেলায় কোটি কোটি পুণ্যার্থী আসেন। ২০১৯ সালে অর্ধ কুম্ভ মেলায় প্রায় ৫ কোটি পুণ্যার্থী এসেছিলেন। আর ২০১৩ সালে মহাকুম্ভ মেলায় ৩ কোটি পুণ্যার্থী পা রেখেছিলেন প্রয়াগরাজে। বিশেষজ্ঞরা বলছেন, অর্ধ কুম্ভ মেলা ও মহাকুম্ভ মেলা দেশ ও রাজ্যের অর্থনীতিতে বড় প্রভাব ফেলে।
এই খবরটিও পড়ুন
২০২৫ সালে মহাকুম্ভ মেলায় কোটি কোটি পুণ্যার্থী ও সাধু আসবেন প্রয়াগরাজে। স্থানীয় প্রশাসন মনে করছে, এবার মহাকুম্ভ মেলায় ৪০ থেকে ৪৫ কোটি পর্যটক আসতে পারেন। এর ফলে প্রয়াগরাজে পর্যটন ব্যবসা প্রায় দেড়মাস ফুলেফেঁপে উঠবে। পর্যটকরা হোটেলে এসে উঠবেন। ফলে স্থানীয় ব্যবসায়ীরা লাভবান হবেন। সবমিলিয়ে সেখানকার অর্থনীতি গতি পাবে।
পর্যটকরা কেউ বিমানে আসবেন। কেউ ট্রেনে আসবেন। কেউ বা গাড়িতে। ফলে পরিবহণের ক্ষেত্রে আয় বাড়বে। স্থানীয় ব্যবসায়ীদের পণ্য বিক্রির সুযোগ বাড়বে। স্থানীয় হস্তশিল্পের বিক্রি বাড়ে এই সময়। কর্মসংস্থান বাড়ে।
কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)-র মতে, ২০১৯ সালে এই মেলাকে কেন্দ্র করে সবমিলিয়ে ১.২ লক্ষ কোটি টাকা আয় হয়েছিল। আর ২০১৩ সালে মহাকুম্ভ মেলায় আয় হয়েছিল ১২ হাজার কোটি টাকা।