Pranab Mukherjee’s Daughter Slams Congress: ‘বাবার মৃত্যুর পর কংগ্রেস তো শোকসভাও ডাকেনি’, রাহুলদের ‘মুখোশ’ খুললেন প্রণব-কন্যা
Pranab Mukherjee's Daughter Slams Congress: কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। প্রণববাবু কয়েক দশক কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। পরে ২০১২ সালে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তাঁর প্রয়াণের পর কংগ্রেস শোকসভা ডাকার প্রয়োজনীয়তাও অনুভব করেনি বলে এক্স হ্যান্ডলে তোপ দাগেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায়।
নয়াদিল্লি: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ হবে। জানিয়েছে কেন্দ্র। শনিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয়েছে মনমোহনের। নিগমবোধ ঘাটে শেষকৃত্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। কিন্তু, অন্ত্যেষ্টিস্থল নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এবার এই নিয়ে কংগ্রেস নেতৃত্বকে তুলোধনা করলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়।
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণের পর স্মৃতিসৌধ নির্মাণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। পরে চিঠিও লেখেন। চিঠিতে তিনি লেখেন, অন্ত্যেষ্টিস্থলে স্মৃতিসৌধ করা হোক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিসৌধ করা হবে। তারপরও কংগ্রেস নেতৃত্ব সরব রয়েছে।
এই পরিস্থিতিতে কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। প্রণববাবু কয়েক দশক কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। পরে ২০১২ সালে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তাঁর প্রয়াণের পর কংগ্রেস শোকসভা ডাকার প্রয়োজনীয়তাও অনুভব করেনি বলে এক্স হ্যান্ডলে তোপ দাগেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। লেখেন, ২০২০ সালের অগস্টে তাঁর বাবা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণের পর শোকসভা ডাকার প্রয়োজনও অনুভব করেনি কংগ্রেস ওয়ার্কিং কমিটি। তিনি লেখেন, “আমাকে কংগ্রেসের এক বর্ষীয়ান নেতা বলেছিলেন, রাষ্ট্রপতির জন্য শোকসভা ডাকা হয় না। একেবারে বাজে কথা। বাবার ডায়েরি থেকে জেনেছি, প্রাক্তন রাষ্ট্রপতি কে আর নারায়ণনের প্রয়াণের পর কংগ্রেস ওয়ার্কিং কমিটি শোকসভা ডেকেছিল। এবং আমার বাবা শোকবার্তা লিখেছিলেন।”
এই খবরটিও পড়ুন
অন্যদিকে, কংগ্রেসকে আক্রমণ করে প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাওয়ের কথা তুলে ধরেছেন বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সিআর কেশভান। পিভি নরসিমহা রাও ২০০৪ সালে প্রয়াত হন। আর ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ। সেইসময় তারা নরসিমহা রাওয়ের স্মৃতিসৌধ তৈরি করেননি। এই নিয়ে কংগ্রেসকে খোঁচা দিয়ে বিজেপির জাতীয় মুখপাত্র কেশভান লেখেন, নরেন্দ্র মোদী ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর ২০১৫ সালে নরসিমহা রাওয়ের স্মৃতিসৌধ তৈরি করেন। এবং ২০২৪ সালে মরণোত্তর ভারতরত্ন সম্মান দেওয়া হয়।