মাথায় লাগানো ক্যামেরা, বাংলাদেশ আবহের মধ্যেই শহরের রাস্তায় ঘুরছে ‘অদ্ভুত’ কয়েকটি গাড়ি

Raiganj: এদিকে বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে রায়গঞ্জ শহরে তেলেঙ্গানার নম্বর প্লেটযুক্ত এই ধরনের বেশ কয়েকটি গাড়ি যত্রতত্র ঘুড়ে বেড়ানোয় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। শুধু তাই নয়, তারপর রাজ্য থেকে আবার ধরা পড়েছে জঙ্গি।

মাথায় লাগানো ক্যামেরা, বাংলাদেশ আবহের মধ্যেই  শহরের  রাস্তায় ঘুরছে 'অদ্ভুত' কয়েকটি গাড়ি
শহরে কী ঘুরছে?Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 28, 2024 | 9:40 PM

রায়গঞ্জ: নম্বর প্লেট তেলঙ্গানার। গাড়ির রং সাদা। গাড়ির মাথায় বসানো কোনও যন্ত্র। কিন্তু সেটা কী? বাংলাদেশের অস্থির পরিস্থিতির মধ্যেই অদ্ভুত দর্শনের বেশ কয়েকটি গাড়ি ঘোরাফেরা করছে রায়গঞ্জ শহরে। গাড়িগুলিতে রয়েছে ঘুর্নয়মান ক্যামেরা,সিসি ক্যামেরা ও বিভিন্ন অত্যাধুনিক রোবোটিক যন্ত্রাংশ। তা দিয়েই তৈরি করা হয়েছে সেটি। যা দেখে হতচকিত হয়ে পড়েছেন প্রত্যক্ষদর্শী রায়গঞ্জবাসীরা।

এদিকে বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে রায়গঞ্জ শহরে তেলেঙ্গানার নম্বর প্লেটযুক্ত এই ধরনের বেশ কয়েকটি গাড়ি যত্রতত্র ঘুড়ে বেড়ানোয় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। শুধু তাই নয়, তারপর রাজ্য থেকে আবার ধরা পড়েছে জঙ্গি। ফলে এই গাড়ি বিশেষ কিছুর যোগ রয়েছে কি না তা নিয়েই আলোচনা চলছে শহরের বাসিন্দাদের একাংশ।

এ দিকে, এই ঘটনার খবর পেয়ে রায়গঞ্জ থানায় একটি গাড়ি নিয়ে যাওয়া হয়। তাদের নথি খতিয়ে দেখছে পুলিশ। খোঁজখবর শুরু করেছে গোয়েন্দা বিভাগও। যদিও ওই গাড়িতে থাকা কর্মীরা জানান, “একটি বিদেশি মোবাইল কোম্পানির কর্মী। আমরা ম্যাপিং-এর কাজের জন্য এসেছি। বাংলাদেশের সঙ্গে আমাদের কোনও যোগ নেই। এর থেকে বেশি কিছু বলব না।” বলরাম চক্রবর্তী নামে স্থানীয় বাসিন্দা বলেন, “আমাদের কাছে এটা আতঙ্কের। কারা নিয়ে এসেছে জানি না। কিন্তু এই ধরনের গাড়ি রায়গঞ্জ শহরে প্রথম দেখছি।”