কলকাতা: অগস্টের পর থেকেই গ্রাফটা ছিল ঊর্ধ্বমুখী। বর্তমানে হু হু করে দাম বাড়ছে সিমেন্টের। সেপ্টেম্বর মাসের পর অক্টোবরেও একই ছবি গোটা দেশে। সবচেয়ে বেশি দাম বাড়তে দেখা গিয়েছে দক্ষিণ ভারতের বাজারগুলিতে। যেখানে বস্তা পিছু সিমেন্টের দাম ৩৫ থেকে ৪০ টাকা বেড়েছে। সেখানে দেশের পূর্বাঞ্চলে সিমেন্টের দাম বস্তা প্রতি প্রায় ২০ টাকা করে বেড়েছে।
উত্তর ভারতের বাজারগুলিকে প্রতি বস্তা দাম ১৫ থেকে ২০ টাকা বেড়েছে। তবে মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্রের মতো দেশের পশ্চিমাঞ্চলের বাজারে দাম বৃদ্ধি তুলনামূলকভাবে কম বেড়েছে। বস্তা পিছু ১০ থেকে ১৫ টাকা বাড়তে দেখা গিয়েছে দাম। এদিকে, ইকুইরাস সিকিউরিটিজের তথ্য বলছে অগস্ট মাসে সিমেন্টের দাম একটা চড়া ছিল না। এর ফলে প্রথম ত্রৈমাসিকের (এপ্রিল-জুন) তুলনায় জুলাই-আগস্ট সময়ের মধ্যে সিমেন্টের গড় দাম গোটা দেশে বস্তা প্রতি ২ টাকা কমেছে।
তবে সামগ্রিক বিচারে দেখা যাচ্ছে উত্তরাঞ্চলে, জুলাই-আগস্টে বস্তা পিছু সিমেন্টের দাম ৬টাকা করে বেড়েছে। যেখানে পশ্চিমাঞ্চলে দাম বেড়েছে ৩ টাকা। অন্যদিকে আবার মধ্য ভারতে এই সময় সিমেন্টের দাম বস্তা পিছু ৩ টাকা কমেছে। ওয়াকিবহাল মহলের একটা বড় অংশের মতে সিমেন্টের উৎপাদনে বর্তমানে স্থিতিশীলতা না আসার কারণেই দামের এই ওঠাপড়া দেখা যাচ্ছে। যদিও তাতে মাথায় হাত মধ্যবিত্তের। কারণ, এই সময় কেউ বাড়ি করতে চাইলে অনেক চড়া দামেই তাঁদের কিনতে হচ্ছে সিমেন্ট। এদিকে দেশের বৃহত্তম সিমেন্ট কোম্পানি আল্ট্রাটেকের বিক্রি এক বছরে ১৬% বেড়েছে। যেখানে সব সিমেন্ট কোম্পানির মুনাফা চলতি অর্থ বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে ৫০% বৃদ্ধি পেয়েছে।