নয়া দিল্লি: কষ্ট করে উপার্জন করা টাকা কোথায় গচ্ছিত রাখবেন, কোথায় টাকা রাখলে বেশি ভাল রিটার্ন পাওয়া যাবে, তা নিয়ে চিন্তায় থাকেন অনেকেই। দুর্দান্ত সব রিটার্ন পাওয়ার জন্য আজকের দিনে বাজারে অনেক অপশন খোলা আছে। মিউচুয়াল ফান্ড কিংবা শেয়ার বাজারে টাকা রাখলে দুর্দান্ত মুনাফার সুযোগ থাকে। কিন্তু সেখানে আবার ঝুঁকিও থাকে। সঠিক জায়গায় বিনিয়োগ না করলে লাভ তো দূরস্ত, বড় অঙ্কের লোকসানও হয়ে যেতে পারে। তাই মধ্যবিত্ত ঘরের লোকেদের একটি বড় অংশের মানুষ ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এতে একদিকে যেমন টাকা সুরক্ষিত থাকে, তেমনই একটি নিশ্চিত রিটার্নও পাওয়া যায়।
তবে কোন জায়গায় সেভিংস অ্যাকাউন্ট খুলবেন, সেটাও একটা চিন্তার বিষয়। কারণ, এক এক ব্যাঙ্কে এক এক ধরনের সুদের হার। তার উপর নির্ভর করে কতটা রিটার্ন আপনি পাবেন। আজকের দিনে ছ’টি এমন ব্যাঙ্ক রয়েছে, যা আপনাকে সেভিংস অ্যাকউন্টে বার্ষিক প্রায় ৭ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। অর্থাৎ, এবার আপনি সেভিংস অ্যাকাউন্টে গচ্ছিত টাকার সুদের উপরেও একটি ভাল মুনাফা পেতে পারেন। আপনি সেভিংস অ্যাকাউন্টে কত টাকা জমাচ্ছেন, তার উপর নির্ভর করছে আপনার রিটার্ন।
ব্যাঙ্কগুলিতে সেভিংস অ্যাকাউন্টের সুদ কত হবে, তা নির্ভর করে কয়েকটি বিষয়ের উপর। মূলত অ্যাকাউন্টের দৈনিক হিসেবে মোট ম্যাচুরিটি অঙ্ক এবং ত্রৈমাসিক হিসেবের উপর এই সুদের হার নির্ভর করে। এক্ষেত্রে স্মল ফিনান্স বা পেমেন্ট ব্যাঙ্ক ভাল অপশন হতে পারে। কারণ, এসব জায়গায় লো-কস্ট এবং উচ্চ প্রযুক্তির নির্ভর বিজ়নেস মডেল রয়েছে। এই ধরনের ব্যাঙ্কগুলির ক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টে সুদের হার অনেকটাই বেশি।
কোন কোন ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্টে প্রায় ৭ শতাংশ সুদ?
এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক হল সম্পূর্ণ ডিজিটাল ও পেপারলেস ব্যাঙ্কিং পরিষেবা। এখানে সেভিংস অ্যাকাউন্টে ১ লাখ টাকা থেকে ২ লাখ টাকা পর্যন্ত থাকলে, ৭ শতাংশ পর্যন্ত সুদ দেওয়া হয়। কিন্তু ১ লাখ টাকা বা তার কম অঙ্ক হলে, সেক্ষেত্রে ২ শতাংশ সুদ।
ESAF স্মল ফিনান্স ব্যাঙ্কে ৫ লাখ টাকা পর্যন্ত সেভিংস অ্যাকাউন্টে ৪ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। কিন্তু ১৫ লাখ টাকা পর্যন্ত রাখা হলে গ্রাহকরা ৬.৫ শতাংশ হারে সুদ পাবেন।
ইকুইটাস স্মল ফিনান্স ব্যাঙ্কে ১ লাখ টাকা পর্যন্ত সেভিংস অ্যাকাউন্টে ৩.৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। কিন্তু যদি ৫ লাখ টাকার বেশি রাখা হয়, তাহলে ৭ শতাংশ সুদ মিলছে।
ফিনকেয়ার স্মল ফিনান্স ব্যাঙ্কে ৫ লাখ টাকা সেভিংস অ্যাকাউন্টে রাখলে ৭.১১ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে। আর ১ লাখ টাকা থেকে ৫ লাখ টাকা পর্যন্ত রাখা হবে ৬.১১ শতাংশ হারে মিলবে সুদ।
সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্কে ৫ লাখ টাকা সেভিংস অ্যাকাউন্টে রাখলে ৭ শতাংশ হারে সুদ দিচ্ছে।
AU স্মল ফিনান্স ব্যাঙ্কে ২৫ লাখ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে ৭ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে।