Bangla NewsBusiness These small finance banks are giving interest rates upto 9%, see the list
Higher Returns in Fixed Deposits: স্থায়ী আমানতে আকর্ষণীয় হারে সুদ পেতে চান? এই ৫ ব্যাঙ্কের সুদের হারের তালিকা দেখুন একবার
Fixed Deposits: স্থায়ী আমানতে (Fixed Deposits) আকর্ষণীয় হারে সুদ দিচ্ছে বেশ কিছু স্মল ফিন্যান্স ব্যাঙ্ক। এসব ব্যাঙ্কের স্থায়ী আমানতে ৯ শতাংশের বেশি সুদ (Interest Rates) মিলবে।
প্রতীকী ছবি
Follow Us
গত আর্থিকবর্ষে একাধিকবার রেপো রেট বৃদ্ধির পর দেশের সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলিতে উচ্চহারে সুদ মিলছে। তবে এই সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলির থেকেও বেশি হারে সুদ দিয়ে থাকে দেশের বেশ কিছু ব্যাঙ্ক। সারাদেশে অনেক স্মল ফিন্যান্স ব্যাঙ্ক সাধারণ তাদের স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটে উচ্চহারে সুদ দিচ্ছে। একবার চোখ বুলিয়ে নিন কোন ব্যাঙ্ক থেকে সেরা রিটার্ন পেতে পারেন আপনি।
Unity Small Finance Bank: ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক সাধারণ জনগণকে ৭ দিন থেকে ১০ বছরের FD -তে ৪.৫০ শতাংশ থেকে ৯ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। এই একই সময়ের জন্য প্রবীণ নাগরিকরা পাবেন ৪.৫০ শতাংশ থেকে ৯.৫০ শতাংশ। ১০০১ দিনের FD-তে সর্বোচ্চ সুদের হার সাধারণ জনগণের জন্য ৯ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৯.৫০ শতাংশ।
Suryoday Small Finance Bank: সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাঙ্ক ৭ দিন থেকে ১০ বছরের স্থায়ী আমানতের ক্ষেত্রে সাধারণ নাগরিকদের জন্য ৪ শতাংশ থেকে ৮.৫১ শতাংশ হারে সুদ দিচ্ছে। প্রবীণ নাগরিকদের জন্য এই সুদের হার ৪.৫ শতাংশ থেকে ৮.৭৬ শতাংশ। সাধারণ জনগণ ৯৯৯ দিনের FD তে সর্বোচ্চ ৮.৫১ শতাংশ হারে সুদ পাবেন। প্রবীণ নাগরিকদের সুদের হার হল ৮.৭৬ শতাংশ।
Utkarsh Small Finance Bank: সাধারণ গ্রাহকরা এই ব্যাঙ্কের ৭ দিন থেকে ১০ বছরের FD তে ৪ শতাংশ থেকে ৮.২৫ শতাংশ পর্যন্ত সুদ পেতে পারেন। প্রবীণ নাগরিকদের জন্য স্থায়ী আমানতের সুদ হার ৯ শতাংশ। সাধারণ নাগরিকরা ৭০০ দিনের FD-তে সর্বোচ্চ ৮.২৫ শতাংশ পর্যন্ত সুদ পাবেন। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই সুদের হার ৮.৭৫ শতাংশ।
Ujjivan Small Finance Bank: উজ্জীবন স্মল ফিন্যান্স ব্য়াঙ্ক ৭ দিন থেকে ১০ বছরের FD তে সাধারণ নাগরিকদের জন্য ৩.৭৫ শতাংশ থেকে ৮.২৫ শতাংশ সুদ দিচ্ছে। ৫৬০ দিনের FD-তে সর্বোচ্চ সুদের হার হবে ৮.২৫ শতাংশ।
Fincare Small Finance Bank: এই ব্যাঙ্ক ৭ দিন থেকে ১০ বছরের FD-তে সাধারণ জনগণের জন্য ৩ শতাংশ থেকে ৮.১১ শতাংশ সুদ দিচ্ছে। প্রবীণ নাগরিকদের জন্য এই সুদের হার ৮.৭১ শতাংশ। ৭৫০ দিনের মধ্যে FD তে সাধারণ জনগণ সুদ পাবেন ৮.১১ শতাংশ। আর প্রবীণ নাগরিকরা পাবেন ৮.৭১ শতাংশ সুদ।