মধ্যবিত্ত পরিবারের মাসিক আয় থেকে যাবতীয় খরচ মিটিয়ে সামান্য কিছু টাকা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা প্রবণতা খুবই বেশি। সেই কারণে অনেকেই বাড়তি সুদের কারণে ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করতে পছন্দ করেন। কারণ ফিক্সড ডিপোজিটে সুদ হিসেবে অনেক বেশি টাকা পাওয়া যায়। এই ধরনের বিনিয়োগে ঝুঁকির পরিমাণও অনেক কম। ফিক্সড ডিপোজিটে দীর্ঘ ও স্বল্পমেয়াদি বিনিয়োগ করাও সম্ভব। ফিক্সড ডিপোজিটে একটি নির্দিষ্ট সময়ের জন্য টাকা জমা রাখতে হয় এবং অন্যান্য অনেক বিনিয়োগের তুলনায় অনেক বেশি সুদ পাওয়া যায়। ৭ দিন থেকে শুরু করে ১০ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করা যেতে পারে। আপনি কোন পরিমাণ টাকা বিনিয়োগ করতে চাইছেন, তার ওপর অনেকটাই নির্ভর করে বিনিয়োগ। অনেকেই ঘুরতে যেতে ভালবাসেন, সেই কারণে ১ বছর পর কোথায় ঘুরতে যাবেন সেই পরিকল্পনাও করে ফেলেন এবং সেই অনুযায়ী খরচ ঠিক করে ফেলেন। সেক্ষেত্রে নিজের সাধপূরণের জন্য ১ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করে টাকা অঙ্ক বাড়িয়ে নিতে পারেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India) রেপো রেট ৪০ বেসিস পয়েন্ট বাড়ানোর পরে ফিক্সড ডিপোজিট রেটগুলি আগামী দিনে আরও আকর্ষণীয় হয়ে উঠবে। এক নজরে দেখে নিন কোন ১ বছরের ফিক্সড ডিপোজিটে কোন ব্যাঙ্ক সব থেকে বেশি সুদ দিচ্ছে।
RBL Bank
১২ মাস থেকে ২৪ মাসের ফিক্সড ডিপোজিটে ৬.২৫ শতাংশ সুদ দিচ্ছে RBL Bank, ৩ ফেব্রুয়ারি থেকে এই সুদের হার চালু হয়েছে।
IndusInd Bank
১ বছর থেকে ১ বছর ৬ মাসের জন্য ফিক্সড ডিপোজিটে ৬ শতাংশ সুদ দিচ্ছে IndusInd Bank
Bandhan Bank
১ বছর থেকে ১ বছর ৬ মাসের জন্য ফিক্সড ডিপোজিটে ৫.৭৫ শতাংশ সুদ দিচ্ছে Bandhan Bank
IDFC First Bank
এই ব্যাঙ্কে ১ থেকে ২ বছরের ফিক্সড ডিপোজিটে IDFC First Bank-এ সুদের হার ৫.৭৫ শতাংশ।