Ajay Devgn: ১ বছরেই ৯৪৪ শতাংশ রিটার্ন! এই শেয়ারে কোটি টাকা বিনিয়োগ করছেন অজয় দেবগণও

ঈপ্সা চ্যাটার্জী |

Mar 05, 2024 | 6:30 AM

Share Market: সম্প্রতিই শেয়ার বাজারে বিনিয়োগ শুরু করেছেন অজয় দেবগণ। ২-৪ টাকার নয়, এক সংস্থার বিপুল শেয়ার কিনেছেন তিনি। মোট ২.৭ কোটি টাকার শেয়ার কিনেছেন তিনি। এই স্মলক্যাপ কোম্পানিতে ১ লক্ষ ইকুইটি শেয়ার রয়েছে অজয় দেবগণের।

Ajay Devgn: ১ বছরেই ৯৪৪ শতাংশ রিটার্ন! এই শেয়ারে কোটি টাকা বিনিয়োগ করছেন অজয় দেবগণও
অজয় দেবগণ।
Image Credit source: TV9 বাংলা

Follow Us

নয়া দিল্লি: শুধু অভিনয়ই নয়, বলিউডের তারকারা এখন নানা ব্যবসা শুরু করছেন। কেউ রেস্তোরাঁ খুলছেন, তো কেউ আবার নিজস্ব প্রোডাকশন হাউস। অনেকে আবার রিয়েল এস্টেটের ব্যবসাতেও পা রেখেছেন। নিজেদের বাড়ি-সম্পত্তি ভাড়া দিয়ে মাসে মাসে লাখ টাকা উপার্জন করছেন। সম্প্রতি বলিউড তারকা অজয় দেবগণও অভিনয়ের বাইরে এক নতুন উদ্যোগ নিয়েছেন। এতে কোটি কোটি টাকা লাভ করবেন তিনি। কী এই কাজ জানেন?

সম্প্রতিই শেয়ার বাজারে বিনিয়োগ শুরু করেছেন অজয় দেবগণ। ২-৪ টাকার নয়, এক সংস্থার বিপুল শেয়ার কিনেছেন তিনি। মোট ২.৭ কোটি টাকার শেয়ার কিনেছেন তিনি। এই স্মলক্যাপ কোম্পানিতে ১ লক্ষ ইকুইটি শেয়ার রয়েছে অজয় দেবগণের। কোন সংস্থায় একসঙ্গে এত টাকা বিনিয়োগ করেছেন জানেন? কেনই বা বেছে নিয়েছেন এই সংস্থাকে?

জানা গিয়েছে, প্যানোরমা স্টুডিয়ো ইন্টারন্যাশনাল কোম্পানিতে বিপুল বিনিয়োগ করেছেন তিনি। এই কোম্পানিচে ১ লক্ষ ইকুইটি শেয়ার কিনেছেন অজয় দেবগণ। এই সংস্থা বাছার পিছনে বিশেষ কারণও রয়েছে, তা হল- এই কোম্পানি এক বছরে ৯৪৪ শতাংশ রিটার্ন দিয়েছে।

প্যানোরমা হল একটি ফিল্ম প্রযোজনা সংস্থা। গত বছরে এই সংস্থার শেয়ারের মূল্য ছিল ৯৪.৬০ টাকা। আজ এই সংস্থার শেয়ারদরই এক ধাপে বেড়ে ৯৮৮ টাকায় পৌঁছেছে। অর্থাৎ এক বছরেই ৯৪৪ শতাংশ রিটার্ন দিয়েছে এই সংস্থার শেয়ার। মাত্র এক বছরেই স্মল ক্যাপ স্টক মাল্টিব্যাগারে পরিণত হয়েছে। এই লাভের অঙ্ক দেখেই বিনিয়োগ করেছেন অজয় দেবগণ। বর্তমানে তিনি শেয়ার প্রতি ২৭৪ টাকায় ১ লক্ষ ইকুইটি শেয়ার পান। এই সংস্থায় মোট ২.৭৪ কোটি টাকা বিনিয়োগ করেছেন।

Next Article