কলকাতা: গত প্রায় এক সপ্তাহ ধরে নিয়মিত দাম কমতে থাকার পর আজ সোমবার সপ্তাহের প্রথম দিনই দাম বাড়ল সোনালি ধাতুর। বিশ্বজুড়ে মন্দা অর্থনৈতিক সমস্যার মধ্যেই আজ ভারতীয় শেয়ার বাজারে সোনা আর রুপোর দাম যথেষ্ট ওঠানামা করতে দেখা গেছে। সপ্তাহের প্রথমদিন সোনার দাম ওপরের দিকে উঠতে দেখা গিয়েছে। যদিও রুপোর দাম নীচের দিকেই রয়েছে।
সোমবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) অক্টোবর মাসের সোনার দাম ০.২২ শতাংশ বেড়ে বিক্রি হচ্ছে। অন্যদিকে ডিসেম্বর মাসের রুপোর দাম ০.৩৫ শতাংশ কমতে দেখা গিয়েছে। গত ট্রেডিং সেশনে সোনার দর ০.৪ শতাংশ কমেছিল, অন্যদিকে রুপোর দাম কমেছিল ০.৯ শতাংশ। বিশ্বের বাজারে গত সপ্তাহে অত্যাধিক মাত্রায় দাম কমার পর আজ সোনার দাম যথেষ্ট ওঠানামা করছে।
আজকের সোনা-রুপোর দাম
এমসিএক্স(MCX)-এ সপ্তাহের প্রথমদিন অক্টোবর মাসের সোনার দাম ১০১ টাকা বেড়ে প্রতি ১০ গ্রাম ৪৬,৯০৭ টাকা হয়ে গিয়েছে। অন্যদিকে ডিসেম্বর মাসের রুপোর দাম ০.৩৫ শতাংশ কমে ৬৩,৩৭১ টাকা প্রতি কিলোগ্রাম হয়ে গিয়েছে। গত সপ্তাহেই বিশ্ব বাজারে সোনার দাম ২.১ শতাংশ কমে প্রতি আউন্স ১,৭৮৭.৪০ ডলার হয়ে গিয়েছিল। এই সপ্তাহের শেষে গুরুত্বপূর্ণ আমেরিকান কনজিউমার প্রাইস রিডিংয়ের আগে বিনিয়োগকারীরা সতর্ক রয়েছেন। এছাড়াও আমেরিকান ডলারের দাম বাড়ার প্রভাব সোনার উপর পড়েছে। গত সপ্তাহে ০.৬ শতাংশ বাড়ার পর ডলার ইনডেক্স বেড়ে ৯২.৬৩২ এ পৌঁছে গিয়েছে।
আগস্টে গোল্ড ETF-এ বিনিয়োগ বেড়েছে
গত জুলাই মাসে গোল্ড-ইটিএফ (Gold ETF)-এ শুদ্ধ নিকাশির পর আগস্ট মাসে সোনার এক্সচেঞ্জ ট্রেডিং ফান্ডে উন্নতি দেখা গিয়েছিল। সেই সঙ্গে ২৪ কোটি টাকা বিনিয়োগ করানো গিয়েছিল। অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া (AMFI)-র পরিসংখ্যানের মোতাবেক চলতি আর্থিক বছরের প্রথম আট মাসে গোল্ড ইটিএফ-এ মোট টাকার লেনদেন ৩,০৭০ কোটি টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছে।
থাকবে না সোনা চুরি যাওয়ার আতঙ্ক, এমনভাবে করুন কেনাবেচা
গোল্ড মিউচুয়াল ফান্ডও সোনায় বিনিয়োগ করার একটি বিকল্প। এটি এমন একটি স্কিম, যা মূলত গোল্ড ইটিএফ-এ বিনিয়োগ করে। গোল্ড মিউচুয়াল ফান্ড সোজাসুজি কাঁচা সোনায় বিনিয়োগ করে না। কিন্তু সেই পরিস্থিতিকে অপ্রত্যক্ষভাবে নেয়। গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে বিভিন্ন গোল্ড মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করা হয়। তার নেট অ্যাসেট ভ্যালু (NAV) ইটিএফ দেখে বুঝতে পারা যাবে আপনার বিনিয়োগ করা মিউচুয়াল ফান্ডের ভ্যালু কত দাঁড়াল। আপনি মাসিক SIP-এর মাধ্যমে ১০০০ টাকার কমে গোল্ড মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ শুরু করতে পারেন। এই বিনিয়োগ করার জন্য ডিম্যাট অ্যাকাউন্টের প্রয়োজন হয় না। আপনি যে কোনও মিউচুয়াল ফান্ড হাউজের মাধ্যমে বিনিয়োগ করতে পারেন।