Toll tax: ১ এপ্রিল থেকে বাড়ছে টোল ট্যাক্স, কতটা মহার্ঘ হল হাইওয়ে-এক্সপ্রেসওয়েতে গাড়ি চালানো?

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Mar 06, 2023 | 12:57 PM

Toll Tax at Highways, Expressways Become Costlier: ১ এপ্রিল থেকে জাতীয় সড়ক এবং এক্সপ্রেসওয়েগুলির টোল ট্যাক্স বাড়াতে চলেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ।

Toll tax: ১ এপ্রিল থেকে বাড়ছে টোল ট্যাক্স, কতটা মহার্ঘ হল হাইওয়ে-এক্সপ্রেসওয়েতে গাড়ি চালানো?
১ এপ্রিল থেকে টোল ট্যাক্স বাড়াতে চলেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ

Follow Us

নয়া দিল্লি: জাতীয় সড়ক এবং এক্সপ্রেসওয়েগুলিতে চলাফেরার খরচ বাড়তে চলেছে। ১ এপ্রিল থেকে টোল ট্যাক্স বাড়াতে চলেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত বাড়তে চলেছে টোল ট্যাক্স। ২০০৮ সালের জাতীয় সড়ক মূল্য (দর নির্ধারণ এবং সংগ্রহ) বিধিমালা অনুযায়ী প্রতি বছরই টোল ট্যাক্সের পরিমাণ সংশোধন করা হয়। রবিবার (৫ মার্চ), এক বিজ্ঞপ্তিতে জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে, ২৫ মার্চের মধ্যে তাদের প্রকল্প বাস্তবায়ন বিভাগ থেকে প্রস্তাবিত সংশোধিত টোল ট্যাক্সের পরিমাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে। সড়ক ও পরিবহন মন্ত্রক অনুমোদন দিলে, ১ এপ্রিল থেকে নতুন দর কার্যকর করা হবে।

গাড়ি এবং হালকা যানবাহনের ট্যাক্সের পরিমাণ ৫ শতাংশ পর্যন্ত বাড়বে বলে জানা গিয়েছে। আর ভারী যানবাহনের ক্ষেত্রে টোল ট্যাক্স বাড়তে পারে ১০ শতাংশ। ২০২২ সালে, টোল ট্যাক্সের পরিমাণ ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছিল। বর্তমানে, এক্সপ্রেসওয়েগুলিতে কিলোমিটারে প্রতি টোল ট্যাক্স নেওয়া হয় ২.১৯ টাকা। টোল প্লাজার ২০ কিলোমিটার এলাকার মধ্যে বসবাসকারীদের একটি মাসিক পাসের সুবিধা দেওয়া হয়। অ-বাণিজ্যিক ব্যবহারের জন্য নিবন্ধিত গাড়ির মালিকরা প্রতি মাসে ৩১৫ টাকা দিয়ে সংশ্লিষ্ট টোল প্লাজার দিয়ে যতবার খুশি ভ্রমণ করতে পারেন। এই মাসিক পাসের মূল্যও ১০ শতাংশ বৃদ্ধি করা হবে।

জাতীয় সড়ক কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ২০২২-২৩ আর্থিক বছরে জাতীয় মহাসড়কগুলিতে সংগৃহীত টোল ট্যাক্সের মোট পরিমাণ ছিল ৩৩,৮৮১.২২ কোটি টাকা। তার আগের আর্থিক বছরে যে পরিমাণ টোল সংগ্রহ হয়েছিল, তার থেকে কমপক্ষে ২১ শতাংশ বেশি টোল সংগৃহীত হয়েছে। ২০১৮-১৯ সাল থেকে, দেশের জাতীয় মহাসড়কগুলি থেকে মোট ১,৪৮,৪০৫.৩০ কোটি টাকার টোল সংগৃহীত হয়েছে। টোল ট্যাক্স দেওয়ার পদ্ধতি সহজ করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার ফাস্টট্যাগ ব্যবস্থা চালু করেছে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক জানিয়েছে, ২০২২ সালে এই পদ্ধতিতে জাতীয় এবং রাজ্য মহাসড়কগুলি থেকে মোট ৫০,৮৫৫ কোটি টাকা টোল সংগ্রহ হয়েছে।

Next Article