Tomato Price: ৩০০ থেকে কমে ১৪ টাকা হল টমেটোর কেজি, কোন ম্যাজিকে কমল দাম?

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 30, 2023 | 6:05 AM

Tomato Price: রবিবার বেঙ্গালুরুতে ৩০ থেকে ৩৫ টাকা প্রতি কেজি দরে বিক্রি হয়েছে টমেটো, যেটাও আগের থেকে অনেকটাই কম।

Tomato Price: ৩০০ থেকে কমে ১৪ টাকা হল টমেটোর কেজি, কোন ম্যাজিকে কমল দাম?
প্রতীকী ছবি

Follow Us

বেঙ্গালুরু: টমেটোর দামে একেবারে নাটকীয় মোড়! যে টমেটোর দাম নিয়ে মধ্যবিত্তের মাথায় হাত পড়েছিল, সেই টমেটোর দাম একধাক্কায় কমে গেল অনেকটাই। কয়েকদিন আগেও যে টমেটো বিকোচ্ছিল ৩০০ টাকা প্রতি কেজি দরে, সেটাই এবার কমে দাঁড়িয়েছে ১৪ টাকা প্রতি কেজি। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। দেশের বেশ কিছু জায়গায় এতটাই কমে গিয়েছে টমেটোর দাম। এমন মূল্যহ্রাসে চমকে যাচ্ছেন বিশেষজ্ঞরাও। দাম আরও কমতে পারে বলেও অনুমান করা হচ্ছে।

টাইমস অব ইন্ডিয়া-র রিপোর্ট অনুযায়ী, গত রবিবার মাইসোরের এপিএমসি মার্কেটে টমেটো বিক্রি হয়েছে ১৪ টাকা কেজি দরে। তার আগে শনিবার দাম ছিল ২০ টাকা প্রতি কেজি। রবিবার বেঙ্গালুরুতে ৩০ থেকে ৩৫ টাকা প্রতি কেজি দরে বিক্রি হয়েছে টমেটো, যেটাও আগের থেকে অনেকটাই কম।

এভাবে দাম কমার ক্ষেত্রে বিশ্লেষকরা দুটো যুক্তি খুঁজে পাচ্ছেন। এক, উত্তর ভারতে টমেটোর চাহিদা কিছুটা কমে গিয়েছে আর দ্বিতীয়টি হল, নেপাল থেকে ভারতে আমদানি করা হয়েছে প্রচুর টমেটো। মাইসোরের এক আধিকারিক জানিয়েছেন, বাজার ছেয়ে গিয়েছে টমেটোয়। চাহিদার তুলনায় জোগান বেড়ে গিয়েছে। সে কারণেই দাম কমছে।

এভাবে দাম কমে যাওয়ায় একদিকে, সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অন্যদিকে, কৃষকদের আয়ে টান পড়তে পারে, এমন আশঙ্কা তৈরি হয়েছে। কর্নাটকের রাজ্য রাইথা সঙ্ঘের জেনারেল সেক্রেটারি ইম্মাভু রঘু দাবি করেছেন, দাম যাতে এতটা কমে না যায় যাতে কৃষকদের কোনও লাভ না হয়। তিনি জানিয়েছেন, টমেটোর ফলন আর প্যাকেজিং-এই খরচ পড়ে যায় কেজি প্রতি ১০ থেকে ১২ টাকা, তাই মাত্র ১৪ টাকায় বিক্রি হলে হাতে প্রায় কিছুই থাকবে না কৃষকদের।

Next Article