নয়া দিল্লি: ভারতীয় রেলে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে। তাই যাত্রীদের সুবিধা দিতে সবসময়ই ভারতীয় রেল বিশেষ উদ্যোগ নিয়েছে। অনেক সময়ই দেখা যায়, ট্রেনে ভ্রমণ করার সময় অসাবধানতাবশত যাত্রীদের মোবাইল ফোন, টাকার ব্যাগ বা ঘড়ির মতো মূল্যবাণ জিনিস চলন্ত ট্রেন থেকে পড়ে যায়। সেগুলি উদ্ধার কীভাবে হবে, আদৌ উদ্ধার করা যাবে কিনা তা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েন সকলে। কিন্তু, আর চিন্তা করতে হবে না। এই বিশেষ পদ্ধতিটি জেনে রাখলে যে কেউ চলন্ত ট্রেন থেকে রেললাইনে পড়ে যাওয়া জিনিস ফিরে পেতে পারেন।
অবিলম্বে এই কাজ করুন
যদি কোনও কারণে আপনার মোবাইল ফোন বা টাকার ব্যাগ চলন্ত ট্রেন থেকে পড়ে যায়, তাহলে প্রথমে রেললাইনের পাশে থাকা খুঁটিতে হলুদ এবং কালো রঙে লেখা নম্বরটি নোট করে রাখুন। এরপর দেখবেন কোন দুটি রেলস্টেশনের মাঝখানে আপনার ফোন পড়েছে। এর জন্য সহযাত্রীর বা TTE -এর ফোন ব্যবহার করতে পারেন। রেলওয়ে স্টেশন সম্পর্কে তথ্য পাওয়ার পর রেলওয়ে পুলিশ ফোর্স হেল্পলাইন নম্বর ১৮২ বা রেলওয়ে হেল্পলাইন নম্বর ১৩৯ -এ কল করুন এবং হারিয়ে যাওয়া জিনিস সম্পর্কে বিস্তারিত তথ্য দিন। পাশাপাশি লিখে রাখা ওই পোল নম্বর দিন। এই পোল নম্বরটি আপনার জিনিস খুঁজে পেতে সাহায্য করবে। পোল নম্বরের সাহায্যে পুলিশ আপনার দেওয়া নির্দিষ্ট জায়গায় পৌঁছবে এবং আপনার মোবাইল ফোন, টাকার ব্যাগ বা ঘড়ি খুঁজে পেয়ে আপনাকে ফেরৎ দিতে পারে।
তবে পুলিশ ওই জিনিস উদ্ধার করার চেষ্টা করতে পারে, কিন্তু, ফেরত দেওয়ার নিশ্চয়তা দেয় না। কেননা, পুলিশ পৌঁছনোর আগে কেউ আপনার জিনিসপত্র তুলে নিলে পুলিশ তার কোনও গ্যারান্টি নেবে না।
অ্যালার্ম চেইন টানা ঠিক না ভুল?
ট্রেনে চেইন টানা অপরাধ। কিন্তু, কিছু পরিস্থিতিতে আপনি চেইন পুলিং করতে পারেন। আপনার সঙ্গে ভ্রমণরত কোনও শিশু বা বয়স্ক ব্যক্তি যদি রেলস্টেশনে পড়ে যায়, তাহলে আপনি চেইন পুলিং করতে পারেন। যদি কোনও প্রতিবন্ধী ব্যক্তিকে স্টেশনে রেখে ট্রেন চালু হয়ে যায়, তাহলে চেইন পুলিং করা যেতে পারে। এছাড়া ট্রেনে আগুন লাগলে, ডাকাতি হলে বা যে কোনও জরুরি ক্ষেত্রে চেইন পুলিং করতে পারেন।