Travel Insurance: রেল দুর্ঘটনায় আহতরাও বিমার সুবিধা পাবেন, কীভাবে আবেদন করবেন জানুন

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Oct 06, 2023 | 1:24 AM

Train ticket insurance: ট্রেনের বিমা বা ক্ষতিপূরণের সুবিধা কেবল ভ্রমণের সময়ের জন্য। অর্থাৎ যে স্টেশন থেকে যাত্রা শুরু করবেন এবং যেখানে শেষ হবে, তার মধ্যেই মিলবে। টিকিট অনুযায়ী শেষ স্টেশনের পর কোনও দুর্ঘটনা ঘটলে এই সুবিধা মিলবে না।

Travel Insurance: রেল দুর্ঘটনায় আহতরাও বিমার সুবিধা পাবেন, কীভাবে আবেদন করবেন জানুন
প্রতীকী ছবি।

Follow Us

নয়া দিল্লি: প্রতিদিন কোটি কোটি মানুষ ট্রেনে যাতায়াত করে। আপনারা অনেকেই হয়তো জানেন যে ট্রেনের টিকিটের (Train ticket) সঙ্গে বিমা (Insurance) থাকে। রেল দুর্ঘটনায় যাত্রীর মৃত্যু হলে তাঁর নমিনি বিমা কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ পায়। কিন্তু, ট্রেন দুর্ঘটনায় আহত হলে কি বিমার সুবিধা পাওয়া যাবে? জবাব হল, হ্যাঁ। আসলে, ট্রেনের টিকিট বুক করার সময় যে কোনও জরুরি অবস্থার জন্য বিমা করা হয়। অনলাইন টিকিট বুক করলে একটি ই-মেল পাবেন। যেটিতে বিমার বিবরণ থাকে। আসুন জানি কোন ফর্মে এবং কত ক্ষতিপূরণ পাওয়া যায়।

আহতদের ক্ষেত্রে ২ লাখ টাকা সুবিধা

ট্রেনে ভ্রমণের সময় যদি ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে এবং যাত্রীরা আহত হয়, তাহলে ওই যাত্রীদের চিকিৎসা খরচ বহন করবে বিমা কোম্পানি। চিকিৎসার জন্য প্রয়োজনীয় ২ লাখ টাকা পর্যন্ত প্রদান করে বিমা কোম্পানি। কোনও ব্যক্তি আংশিকভাবে পঙ্গু হয়ে গেলে বিমার পরিমাণ বেড়ে দাঁড়ায় ৭.৫ লাখ টাকা। আর সম্পূর্ণ পঙ্গু হলে বিমার পরিমাণ আরও বেশি।

১০ লাখ টাকা মিলবে

ট্রেন দুর্ঘটনায় ওই ট্রেনের কোনও ব্যক্তি সম্পূর্ণরূপে অক্ষম হয়ে গেলে তাকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। এই পরিস্থিতিতে আপনি যদি বিমার সুবিধা পেতে চান, তাহলে টিকিট বুক করার সময় আপনাকে একটি বিকল্পে ক্লিক করতে হবে। যেখানে বলতে হবে যে, হ্যাঁ, আমি বিমার সুবিধা চাই। টিকিট বুক করার সময়, আপনাকে আপনার বিমার নমিনির বিবরণ দিতে হবে। এটা না করলে ক্ষতিপূরণ পেতে অসুবিধা হতে পারে।

মৃত্যু হলে কীভাবে বিমার টাকা মিলবে?

ট্রেনে যাত্রার সময় রেল দুর্ঘটনায় কেউ মারা গেলে নিহতের পরিবার ১০ লাখ টাকা ক্ষতিপূরণ পায়। ক্ষতিপূরণের সুবিধা পেতে টিকিট বুকিংয়ের সময়ই বিমার অংশটি নমিনির বিস্তারিত তথ্য দিয়ে পূরণ করতে হবে। না হলে যাত্রীর মৃত্যুর পর পরিবারের জন্য ক্ষতিপূরণ পাওয়া কঠিন হয়ে পড়ে।

এই বিমা বা ক্ষতিপূরণের সুবিধা কেবল ভ্রমণের সময়ের জন্য। অর্থাৎ যে স্টেশন থেকে যাত্রা শুরু করবেন এবং যেখানে শেষ হবে, তার মধ্যেই মিলবে। টিকিট অনুযায়ী শেষ স্টেশনের পর কোনও দুর্ঘটনা ঘটলে এই সুবিধা মিলবে না।

Next Article