Twitter: আবার ফিরছে টুইটার ব্লু, কী কী পরিষেবা পাওয়া যাবে? খরচই বা হবে কত, বিস্তারিত জেনে নিন…

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Dec 11, 2022 | 10:03 AM

Twitter Blue: যারা টুইটার ব্লু-র পরিষেবা গ্রহণ করবেন, তাদের অ্যাকাউন্ট ভেরিফায়েড হবে অর্থাৎ ব্যবহারকারীর নামের পাশে নীল টিক দেখা যাবে।

Twitter: আবার ফিরছে টুইটার ব্লু, কী কী পরিষেবা পাওয়া যাবে? খরচই বা হবে কত, বিস্তারিত জেনে নিন...
ফাইল চিত্র

Follow Us

সান ফ্রান্সিসকো: আবার চালু হচ্ছে টুইটার ব্লু (Twitter Blue)। সোমবার থেকেই শুরু হচ্ছে নতুন রূপে টুইটার ব্লু। শনিবারই টুইটার সংস্থার তরফে এই ঘোষণা করা হয়। জানা গিয়েছে, মূলত অ্যাপেল ব্য়বহারকারী অর্থাৎ আইওএস সফটওয়্যার ব্যবহারকারীদের জন্যই আপাতত এই পরিষেবা চালু হচ্ছে। যারা এই টুইটার ব্লু ব্যবহার করবেন তাদের গ্যাঁটের কড়িও খরচ করতে হবে। প্রথমে টুইটার ব্লু পরিষেবার কথা যখন ঘোষণা করা হয়েছিল, সেই সময় বলা হয়েছিল মাসিক ৮ ডলার করে দিতে হবে টুইটার ব্লু ব্যবহারকারীদের। তবে শনিবার টুইটাক সংস্থা জানাল, ৮ ডলার নয়, তার বেশিই দিতে হবে এই নতুন পরিষেবা পাওয়ার জন্য।

শনিবার টুইটার সংস্থার তরফে জানানো হয়, নতুন রূপে টুইটার ব্লু আনা হচ্ছে। সোমবার থেকেই এই পরিষেবা চালু হবে। আপাতত অ্যাপেল ব্যবহারকারীরাই এই পরিষেবা পাবেন। পরে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আনা হবে। তবে আসল খবর হল, মাসিক ৮ ডলার নয়, এর থেকেও বেশি খরচ করতে হবে টুইটার ব্লু ব্যবহারের জন্য।

কী কী সুবিধা পাওয়া যাবে টুইটার ব্লুতে?

টুইটার সংস্থার তরফে জানানো হয়েছে, যারা টুইটার ব্লু-র পরিষেবা গ্রহণ করবেন, তাদের অ্যাকাউন্ট ভেরিফায়েড হবে অর্থাৎ ব্যবহারকারীর নামের পাশে নীল টিক দেখা যাবে। এছাড়া ব্যবহারকারীরা টুইট এডিট করার সুযোগ পাবেন। আপলোড করতে পারবেন উচ্চমানের ভিডিয়ো। ১০৮০ পিক্সেলের ভিডিয়ো তারা নির্ঝঞ্চাটে আপলোড করতে পারবেন।

কেন অ্যাপেল ব্যবহারকারীদের জন্য অতিরিক্ত চার্জ নেওয়া হবে, সে বিষয়ে টুইটার সংস্থার তরফে কোনও কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, নভেম্বর মাসের শুরুতেই টুইটার ব্লু পরিষেবা চালু করা হয়েছিল। আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো হাতে গোনা কয়েকটি দেশেই এই পরিষেবা পাওয়া যাচ্ছিল। ভারতেও টুইটার ব্লু পরিষেবা চালু করার কথা ঘোষণা করা হয়। মাসিক সাবস্ক্রিপশন ফি ধার্য করা হয় ৭১৯ টাকা। টুইটার ব্লু যখন আনা হয়েছিল, সেই সময়ই জানানো হয়েছিল শুধুমাত্র আইওএস প্ল্যাটফর্মের জন্যই আপাতত আনা হচ্ছে টুইটার ব্লু পরিষেবা। পরে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও এই পরিষেবা আনা হবে। কিন্তু ভুয়ো প্রোফাইলের ঠেলায় দিন কয়েকের মধ্যেই সেই পরিষেবা বন্ধ করে দিতে হয়।

Next Article