AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Uber: চলন্ত গাড়িতেই ফ্রিজ-সোফা-টয়লেট, চোখধাঁধানো ব্যবস্থা! ভারতে Uber-এর নয়া উদ্য়োগ চমকে দেওয়ার মতো

Uber Intercity Motorhomes: উবের বর্তমানে সারা দেশে প্রায় ৩,০০০টি ইন্টারসিটি রুট কভার করে। তাদের ইন্টারসিটি পরিষেবা আরও প্রসারিত করার লক্ষ্যে এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কী থাকছে এই পরিষেবায়?

Uber: চলন্ত গাড়িতেই ফ্রিজ-সোফা-টয়লেট, চোখধাঁধানো ব্যবস্থা! ভারতে Uber-এর নয়া উদ্য়োগ চমকে দেওয়ার মতো
| Updated on: Aug 05, 2025 | 5:40 PM
Share

এবার নিজের গ্রাহকদের এক বড় চমক নিয়ে এল অ্যাপ ক্যাব সংস্থা উবের। কিছু সীমিত সংখ্যক রুটের জন্য চালু হতে চলেছে উবের ইন্টারসিটি মোটরহোমস। এক শহর থেকে অন্য শহরে যাতায়াতের জন্য ইন্টারসিটি সার্ভিস অনেক আগেই চালু করেছিল উবের। তাহলে এই পরিষেবায় নতুন কী থাকছে? ইন্টারসিটি মোটরহোমসের মাধ্যমে এক দারুণ ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে আসছে।

টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুসারে, উবের বর্তমানে সারা দেশে প্রায় ৩,০০০টি ইন্টারসিটি রুট কভার করে। তাদের ইন্টারসিটি পরিষেবা আরও প্রসারিত করার লক্ষ্যে এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কী থাকছে এই পরিষেবায়?

জানা যাচ্ছে এর মাধ্যমে এক শহর থেকে অন্য শহরে যেতে কারাভান পরিষেবা পাবেন গ্রাহকরা। অর্থাৎ আপনি অ্যাপ দিয়ে একটি ক্যাব বুক করলেন। সামনে এসে দাঁড়াবে আস্ত একটি কারাভান। যার মধ্যে থাকবে বিলাসবহুল সোফা। এমনকি আরাম করার জন্য বিছানাও। ১-৫ জন ভ্রমণ করতে পারবেন এই গাড়িতে।

উবের ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার রাইডার সার্ভিস বিভাগের দায়িত্বপ্রাপ্ত শ্বেতা মন্ত্রীর মতে, এখন অনেকেই স্বল্পদূরত্বের যাত্রা, পরিবারের সঙ্গে দেখা করতে বা ব্যবসায়িক মিটিংয়ের জন্য সড়কপথকেই বেছে নিচ্ছেন। উবের ইন্টারসিটি পরিষেবা সেই চাহিদাকেই আরও সহজ ও আরামদায়ক করতে চায়।

এই মোটরহোম পরিষেবা কবে শুরু হচ্ছে?

নতুন এই মোটরহোম পরিষেবা শুরু হবে ৭ অগস্ট থেকে। পাইলট প্রজেক্ট চালানো হবে প্রাথমিক পর্যায়ে ৬ সেপ্টেম্বর পর্যন্ত দিল্লি–এনসিআর অঞ্চলে। ৪ অগস্ট থেকে উবের অ্যাপে একটি নির্দিষ্ট আইকন সিলেক্ট করে এই পরিষেবার জন্য বুকিং করা যাবে।

প্রত্যেকটি মোটরহোমে ৪ থেকে ৫ জন যাত্রী বসতে পারবেন এবং সঙ্গে থাকবেন একজন ড্রাইভার ও একজন সহকারী। এই মোটরহোমগুলি বিশেষ সফর বা উইকএন্ডে ঘুরতে যাওয়ার জন্য আদর্শ। থাকছে ফ্রিজ, মাইক্রোওয়েভ, টয়লেট, টিভি সহ বাকি সব কিছু যা কারাভানে থাকে। মানে যাকে বলে আরামদায়ক বিলাসবহুল যাত্রা।