Aadhaar Card: আপডেট করা হচ্ছে আধার কার্ড, বাতিল হচ্ছে না: UIDAI সূত্র

Sukla Bhattacharjee |

Feb 20, 2024 | 1:01 PM

Aadhaar Card cancelled: বাংলার বিভিন্ন জেলায় বহু মানুষের আধার নম্বর বাতিল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। যার মধ্যে কেবল পূর্ব বর্ধমান জেলার জামালপুরের ৫০ জনের আধার নম্বর বাতিল হয়েছে বলে অভিযোগ। এছাড়া বীরভূম, দুই ২৪ পরগনা, এমনকি উত্তরবঙ্গেরও অনেকের বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে আধার নম্বরের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে অভিযোগ।

Aadhaar Card: আপডেট করা হচ্ছে আধার কার্ড, বাতিল হচ্ছে না: UIDAI সূত্র
আধার কার্ড।

Follow Us

নয়া দিল্লি: আধার কার্ডের নম্বর বাতিল হয়ে গিয়েছে। আধার কার্ড ডিঅ্যাক্টিভেট বলে বাড়িতে চিঠি এসেছে। এরকম অনেক জল্পনা শোনা যাচ্ছে। এদিকে, ব্যাঙ্ক, বিমা থেকে শুরু করে গ্যাসের ভর্তুকি, জনকল্যাণমুখী বিভিন্ন সরকারি প্রকল্প-সহ বিভিন্ন ক্ষেত্রে আধার নম্বর লিঙ্ক করা হয়েছে। পরিচয়পত্র হিসাবেও ব্যবহার হয় আধার কার্ড। হঠাৎ করে আধার কার্ড বন্ধ হয়ে গেলে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়বে আমজনতা। গোটা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও লিখেছেন। এবার এই বিষয়ে PTI মারফৎ জানা গেল UIDAI সূত্রের খবর।

 

 

কী জানা যাচ্ছে?

আধার কার্ড বাতিল হচ্ছে কিনা সে বিষয়ে UIDAI -এর বিশেষ সূত্র মারফৎ এক রিপোর্ট প্রকাশ করেছে PTI। সেই প্রতিবেদনে জানানো হয়েছে যে , আধার কার্ড বাতিল হচ্ছে না। কেবল আধারের তথ্য আপডেট করা হচ্ছে। আর এই আপডেটের ব্যাপারে গ্রাহকদের কাছে সময়ে-সময়ে বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। কিন্তু, কোনও আধার নম্বর বাতিল করা হয়নি।

যদি কারও আধার নম্বর নিয়ে কোনও অভিযোগ থাকে, তাহলে তাঁরা অভিযোগ জানাতে পারবেন। সরাসরি UIDAI-এর ওয়েবসাইট https://uidai.gov.in/en/contact-support/feedback.html -এ অভিযোগ জানানো যাবে। সেই অভিযোগ খতিয়ে দেখে অবিলম্বে সমস্যার সমাধান করা হবে বলেও UIDAI সূত্র মারফৎ জানা যাচ্ছে।

প্রসঙ্গত, বাংলার বিভিন্ন জেলায় বহু মানুষের আধার নম্বর বাতিল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। যার মধ্যে কেবল পূর্ব বর্ধমান জেলার জামালপুরের ৫০ জনের আধার নম্বর বাতিল হয়েছে বলে অভিযোগ। এছাড়া বীরভূম, দুই ২৪ পরগনা, এমনকি উত্তরবঙ্গেরও অনেকের বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে আধার নম্বরের সংযোগ ছিন্ন করা হয়েছে বলে অভিযোগ। যা নিয়ে সোমবার ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও লেখেন তিনি। পাশাপাশি কেউ কোনও সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবে না আশ্বাস দিয়ে রাজ্যে আধার পোর্টাল খোলার কথাও জানান মুখ্যমন্ত্রী।

Next Article