নয়া দিল্লি: যেকোনও সরকারি বা অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে আধার কার্ড জমা দেওয়া বাধ্যতামূলক। সেই কারণেই আধার কার্ড থাকা অত্যন্ত প্রয়োজনীয়। এই গুরুত্বপূর্ণ নথি না থাকলে, বহু গুরুত্বপূর্ণ কাজই আটকে যেতে পারে। এবার ইউনিক আইডেন্টিফিকেশন অথারিটি অব ইন্ডিয়া বা ইউআইডিএআই-র তরফে আধার কার্ড সম্পর্কে বড় তথ্য জানাল। ইউআইডিএআই-র তরফে জানানো হয়েছে, প্রত্য়েক ১০ বছরেই এবার থেকে সমস্ত ব্যবহারকারীকে আধার কার্ড আপডেট করতে হবে। প্রত্যেক ১০ বছর অন্তর সমস্ত গ্রাহককেই বায়োমেট্রিক ডিটেইল আপডেট করতে হবে।
বর্তমানে ইউআইডিএআই-র তরফে ব্যবহারকারীদের নিজে থেকেই আধার কার্ড আপডেট করার পরামর্শ দেয়। ইউআইডিএআই-র তরফে জানানো হয়েছে, সরকারের তরফে সকলকে তাদের আধার কার্ডে ফেস ও ফিঙ্গারপ্রিন্ট আপডেট করার পরামর্শ দেওয়া হবে। প্রত্যেক ১০ বছর অন্তরই ব্যবহারকারীদের আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট করতে হবে। তবে ৭০ বছরের বেশি বয়সী যারা, তাদের এই নিয়ম অনুসরণ করতে হবে না।
বর্তমানে ৫ থেকে ১৫ বছর বয়সীদের বায়োমেট্রিক আপডেট করা বাধ্যতামূলক। পাঁচ বছরের কম বয়সীদের ছবি দিয়ে আধার কার্ডের জন্য় নাম নথিভুক্ত করতে হয়। এক্ষেত্রে অভিভাবকদের বায়োমেট্রিক অথেন্টিকেশন করা হয়। শিশুদের আধার কার্ডকে বাল আধার বলা হয়। নীল রঙের এই আধার কার্ডের বৈধতা পাঁচ বছর অবধি হয়। পাঁচ বছর বয়স পার হলে, শিশুদের নিয়ে আধার সেবা কেন্দ্রে যেতে হয় এবং সেখানে বাধ্যতামূলকভাবে বায়োমেট্রিক আপডেট করতে হয়।
চলতি বছরের অগস্ট মাসেই ইউআইডিএআইয়ের তরফে জানানো হয়েছিল, চলতি অর্থবর্ষের প্রথম চার মাসেই অর্থাৎ এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে নবজাতক থেকে পাঁচ বছর বয়সী মোট ৭৯ লক্ষ শিশু নাম নথিভুক্ত করেছে।