নয়া দিল্লি: স্পেন সরকারের আমন্ত্রণে সাড়া দিয়ে চলতি বছর স্পেন সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ১২ দিনের সফরের মাঝে দুবাইয়েও যান এবং সেখানে বিজনেস সামিটে অংশগ্রহণ করেন। তাঁর এই সফর বাংলায় ‘লক্ষ্মী’ নিয়ে আসবে বলেই কলকাতা ফিরে আশা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর সেই আশা যে অমূলক ছিল না, তা সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে (Bengal Global Business Summit) প্রমাণিত হতে চলেছে। এবার কেবল ব্রিটেন থেকেই সর্বাধিক প্রতিনিধি দল আসতে চলেছে। শনিবার খবরটি নিশ্চিত করেছেন ব্রিটিশ ডেপুটি হাই কমিশন।
এদিন ভারতে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার অ্যালেক্স এল্লিস বলেন, “আমি কলকাতায় বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে ব্রিটেনের সর্ববৃহৎ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার অপেক্ষায় আছি… আমি আশা করি, এই সামিট ব্রিটিশ ব্যবসাকে এখানে প্রসারিত করতে সাহায্য করবে এবং বাংলার কোম্পানিগুলি ব্রিটেনে প্রসার ঘটাতে পারবে।” এল্লিক্স জানান, এবার বেঙ্গল গ্লোবাল বিজনেজ সামিটে ব্রিটেন থেকে ৫৫ জনের প্রতিনিধি দল কলকাতায় আসছেন, যা গত কয়েক বছরের তুলনায় সর্বাধিক।
ব্রিটিশ ডেপুটি হাই কমিশন সূত্রে খবর, আগামী ২১ ও ২২ নভেম্বর কলকাতায় আয়োজিত বেঙ্গল গ্লোবাল বিজনেজ সামিটে ব্রিটেনের কোম্পানিগুলির মধ্যে থাকবে- টেকনোবিল্ট, এয়ারনোড, স্মার্টভিজ, এক্সওয়ার্কস টেক, হাই-মেট লিমিটেড, কেমব্রিজ কার্বন ক্যাপচার, গ্রিনএনকো এবং মোট ম্যাকডোনাল্ড।
প্রসঙ্গত, দিন কয়েক আগে দিল্লিতে গিয়ে রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী শশী পাঁজাও বেঙ্গল বিজনেস সামিটের সাফল্য নিয়ে আশাপ্রকাশ করেছিলেন। সমস্ত শিল্পপতিদের আমন্ত্রণ জানানো হয়েছে এবং দেশ-বিদেশের তাবড়-তাবড় শিল্পপতিরা আসবেন বলে তিনি জানান। এমনকি মহুয়া মৈত্রকে নিয়ে বিতর্ক হলেও আদানি গোষ্ঠীকেও বেঙ্গল বিজনেস সামিটে আমন্ত্রণ জানানো হয়েছে বলে তিনি জানান। অর্থাৎ রাজনীতির ঊর্ধ্বে যে শিল্প, রাজ্যের উন্নয়ন- সেকথা স্পষ্ট করে দেন শশী পাঁজা।